পৃথিবীর সবচেয়ে পরিষ্কার নদী

পৃথিবীতে অগণিত নদী রয়েছে। কিছু মানবসৃষ্ট, কিছু প্রাকৃতিক নদী।যে নদীর পানি দ্রুত প্রবাহিত হয়  অর্থাৎ স্রোত বেশি সে  নদীর পানি ততো বেশি পরিস্কার দেখায়।নদীর দূষণভেদে  পানির রং ভিন্ন হয়ে থাকে। যেমন চকচকে নীল, সবুজ, কাঁদা-বালি যুক্ত ঘোলা পানি।বাংলাদেশ নদীমাতৃক দেশ। বিভিন্ন কারণে নদীগুলো দূষণ হচ্ছে। বেশির ভাগ নদীর পানি বালি-কাঁদা ও অন্যন্য দ্রবীভূত অপদ্রব্যযুক্ত ঘোলা।পলি জমা,বর্জ্য ফেলা, নদীর স্রোত ও পানি প্রবাহে বাঁধা সৃষ্টি এর  অন্যতম কারণ। যাইহোক পৃথিবীতে এমন কিছু নদী আছে যার পানি এতোটা চকচকে যে ছোট্ট জলজ প্রাণীর চলাচল সহজে দেখা যায়। আজকে এমন কয়েকটি নদী সম্পর্কে জানবো।


বিশ্বের চকচকে নীল নদীগুলো


গ্রীনল্যান্ডের নীল নদী

ধারণা করা হয় পৃথিবীর সবচেয়ে চকচকে নদীর নাম দি ব্লু রিভার ( The Blue River)। গ্রীনল্যান্ডের পিটারম্যান হিমবাহে অবস্থিত  নদীটি আর্কটিক মহাসাগরের সাথে যুক্ত। চারিদিকে বরফে ঢাকা।নদীটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে। সাধারণত এপ্রিল থেকে ডিসেম্বর মাসগুলোতে দর্শনার্থীদের সমাগম বেশি থাকে।যারা কায়াকিং (Kayaking) পছন্দ করে তাদের জন্য এটি আদর্শ জায়গা।তবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে বরফ গলতে শুরু করেছে।একারণে জায়গাটা বেশ ঝুঁকিতে রয়েছে। 

The blue river greenland




ব্রাজিলের   রিও ডা প্রাটা নদী

আমরা বলতে পারি পৃথিবীর দ্বিতীয় বিশুদ্ধ নদীটার নাম  রিও ডা প্রাটা (Rio da Prata)। ব্রাজিলের বোনিটা শহরের আশেপাশে এমন কয়েকটি নদী রয়েছে। নদীটি পলিমুক্ত ও নদীর তলদেশে লাইমস্টোনের প্রাচুর্যতা রয়েছে।  ফলে নদীটা অত্যন্ত পরিস্কার। এর পানি চকচকে নীল।পর্যটকদের কাছে জায়গাটা খুবই প্রিয়। বোনিটা শহরের আরেকটি চকচকে নদী রিও সাকুরি। এটিকে বিশ্বের তৃতীয় সবচেয়ে পরিষ্কার চকচকে নদী বলা হয়।

এছাড়াও   সুইজারল্যান্ডের ভারজাস্কা নদী (Verzasca River), আর্জেন্টিনার  রিও আজুল (Rio Azul), ও চীনের জিউঝাইগো (Jiuzhaigou River) কে বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ ও চকচকে নদী হিসাবে ধরা হয়।



Previous Post Next Post