Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০৫/০৪/২০২৩

বৃটিশ ভারতে কুষ্টিয়ার জনসংখ্যা

 বৃটিশ আমলের আদমশুমারী 

ভারতে প্রথম আদমশুমারীর প্রচলন করে ইংরেজ সরকার।কুষ্টিয়া তখন নদীয়ার মহকুমা। এবং পৌরসভা হিসাবে স্বীকৃত।১৮৭২ সালে ইংরেজ সরকার যখন নদীয়ার আদমশুমারী করতে চায় তখন নদীয়ার লোকে আদমশুমারীতে নিজেদের নাম লেখাতে অস্বীকার করে।লোকে ধারণা করেছিল আদমশুমারীর মাধ্যমে ইংরেজ সরকার কর বৃদ্ধি করতে পারে।যখন দেখা গেলে কারর আদমশুমারীতে  আগ্রহ নেই তখন ইংরেজ সরকার ফন্দি আঁটলেন। লোকদের বললেন, ইংল্যান্ড থেকে রাণী এসে সবাইকে মিষ্টি-উপহার দিবে,তাই নাম লেখাতে হবে। একথা শুনে সবাই আদমশুমারীতে তথ্য দেয়া শুরু করে। প্রতি দশ বছর পরপর আদমশুমারী হতো। কুষ্টিয়া বলতে কুষ্টিয়া পৌরসভা ও তার আশপাশের এলাকাকে বোঝানো হয়েছে। 

১৮৭২ থেকে ১৯০১ পর্যন্ত কুষ্টিয়ার জনসংখ্যা 

১৮৭২ সালে   কুষ্টিয়ার জনসংখ্যা 

ভারতের প্রথম আদমশুমারী ১৮৭২ সালে কুষ্টিয়ার পৌরসভা ও পাশের এলাকার  জনসংখ্যা ছিল ৯২৪৫ জন। কুমারখালিতে ১৮৭২ সালে ছিল ৫২৫১ জন। ১৮৮১ সালে কুষ্টিয়াতে বাস করতো ৯৭১৭ জন। আর কুমারখালিতে ছিল ৬০৪১ জন।

১৮৯১ সালের আদমশুমারী অনুযায়ী  কুষ্টিয়ার লোকসংখ্যা ছিল ১১১৯৯ আর কুমারখালিতে ছিল ৬১৬৫ জন।

১৯০১ সালে যে আদমশুমারী অনুষ্ঠিত হয় তাতে দেখা যায় কুষ্টিয়া পৌরসভায় ৫৩৩০ জন। বিগত দশবছরে ৬৮৬৯ জন কমে যায়। আর কুমারখালিতে ছিল  ৪৫৮৪ জন। অর্থাৎ বিগত দশবছরে ১৫৮১ জন লোক কমে যায়।

১৯০১ সালে সমগ্র কুষ্টিয়া মহকুমায় (৬৯৩ বর্গমাইল)   লোকসংখ্যা ছিল ৪৮৬৩৭৮ জন।এর মধ্যে ২২৭৪৩ জন লোক লিখতে ও পড়তে পারতেন। 


বৃটিশ ভারতে কুষ্টিয়ার জনসংখ্যা