দ্বৈত রাষ্ট্র শাসিত দ্বীপ ফেজ্যান্ট
ফেজ্যান্ট দ্বীপ
ফেজ্যান্ট একটি জনমানবহীন দ্বীপ।যা বিডিসোয়া নদীতে অবস্থিত। দ্বীপটির কিছু অংশ ফ্রান্সের অধীন আর কিছু অংশ স্পেনের অধীনে।১৬৫৯ সালের ট্রিটি ওব দ্যা ফিরেনইস দ্বারা দ্বীপ প্রতিষ্ঠিত হয়।এবং চূক্তি স্বাক্ষরিত হয়। চূক্তি অনুযায়ী ১ ফেব্রুয়ারী থেকে ৩১ জুলাই এই ছয়মাস দ্বীপটি স্পেনের অধীনে থাকে।আর বাকী ছয় মাস ফেজ্যান্ট দ্বীপটি শাসন করে ফ্রান্স।
Leave a Comment