বিশ্বের কয়েকজন নারী প্রধানমন্ত্রী ও নারী রাষ্ট্রপতি 


বেনজির ভুট্টো

বেনজির ভুট্টো মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তাকে ডটার অব দি ইস্ট উপাধীতে ভূষিত করা হয়।২৭ ডিসেম্বর ২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে  তাকে হত্যা করা হয়। বেনজির ভুট্টোর বাবা ছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টো। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট  আসিফ আলী জারদারি  তার স্বামী। বেনজির ভুট্টো ২১ জুন ১৯৫৩ সালে পাকিস্তানের করাচীতে জন্মগ্রহণ করেন। 


ইসাবেলা পেরন

বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ইসাবেলা মার্টিনেজ দে পেরন।তিনি ল্যাটিন আমেরিকার দেশ আর্জেনটিনার নাগরিক ছিলেন। ১৯৭৪ সালে ইসাবেলা আর্জেন্টিনার প্রেসিডেন্ট হয়ে পৃথিবীর ইতিহাসে নাম লেখান।১৯৭৬ সালে সেনাবাহিনীর এক ক্যু ঘটে।ইসাবেলা ক্ষমতাচ্যুত করে গৃহবন্দী করা হয়।তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ ওঠে।


ইন্দিরা গান্ধী 

ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধীকে উপমহাদেশের লৌহমানবী বলা হয়। ২১ জুন ১৯৫৩ সালে ইন্দিরা  গান্ধী এলাহাবাদে জন্মগ্রহণ করেন। ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মেয়ে ও ফিরোজ গান্ধীর স্ত্রী।৩১ অক্টোবর ১৯৮৪ সালে তিনি নিহত হউন। 

মার্গারেট থ্যাচার

ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। ১৯৭৯-৯০ সাল পর্যন্ত তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। থ্যাচার ১৩ অক্টোবর ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন ও ৮ এপ্রিল ২০১৩ সালে মারা যান। 

অং সান সূচী

মায়ানমারের প্রধানমন্ত্রী। যিনি সেনাবাহিনী দ্বারা ক্ষমতাচূত হয়েছেন।১৯৯১ সালে অং সান সূ চী নোবেল পুরষ্কার পান। বর্তমানে তিনি কারাবন্দী অবস্থায় আছেন। 



শ্রীমাভো বন্দরনায়েক

বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। শ্রীমাভো ১৭ এপ্রিল ১৯২৫ সালে প্রখ্যাত রাদালা পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০০ সালের ১০ অক্টোবর তিনি মারা যান। শ্রীমাভো বন্দরনায়েক ১৯৯৪ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।


চন্দ্রিকা কুমারতুঙ্গা

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট। এবং প্রথম মহিলা প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েক কুমারতুঙ্গা।২৯ জুন ১৯৪৫ সালে চন্দ্রিকা জন্মগ্রহণ করেন। শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনয়েক এর কন্যা।



মেঘবর্তী সুকর্ণপুত্রী

মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট (ইন্দোনেশিয়া)।মেঘবর্তী  ১৯৪৭ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন। জুলাই ২০০১ থেকে অক্টোবর ২০০৪ সাল পর্যন্ত তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। 


Post a Comment

নবীনতর পূর্বতন