নাৎসি সরকারের গোপন বাহিনী গেস্টাপো

গেস্টাপো জার্মানির একটি গোপন পুলিশ বাহিনী। এডলফ হিটলার জার্মানির চ্যান্সেলার হওয়ার পর এটি নতুন রুপে আত্মপ্রকাশ   হয়।বিশেষ এই পুলিশ বাহিনীটি ২৬ এপ্রিল ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত হয়। নাৎসি জার্মানি (Nazi Germany) ও জার্মান অধিকৃত ইউরোপে গেস্টাপো বাহিনীর কার্যক্রম ছিল। মূলত ১৮৫১ সালে প্রতিষ্ঠিত প্রুশিয়ান সিক্রেট পুলিশ বাহিনী থেকে গেস্টাপো বাহিনী প্রতিষ্ঠিত। ৮ মে ১৯৪৫ সালে গেস্টাপো বাহিনী ভেঙে  যায়।

গেস্টাপো শব্দের অর্থ 

 Gestapo শব্দটি জার্মান শব্দ  Geheime Staatspolizei এর সংক্ষিপ্ত রুপ। যার অর্থ   Secret State Police. 

গেস্টাপো বাহিনী
১৯৩৩ সালে জার্মানির  বার্লিনে গেস্টাপো হেড অফিস 


Previous Post Next Post