সংখ্যাবাচক শব্দ দিয়ে গ্রাম ও জায়গার নাম
সংখ্যাবাচক শব্দের স্থানের নাম
নামের প্রথম শব্দ সংখ্যাবাচক এমন শব্দ বাংলা অবিধান ভান্ডারে কম নয়।নিম্নে সংখ্যাবাচক শব্দে সৃষ্ট গ্রাম,জায়গা ও মহল্লার নাম দেয়া হলো।
এক : একলখি ( একলক্ষ ), একডালা,একচাকা ।
দুই : দোগেছে, দোমোহানি , দুলকি (= দুই লখি বা দুলক্ষ) ।
তিন: তেমোহানি, ভেয়াণ্ডুল,তেনোতা।
চার : চৌতারা ; চৌঘরিয়া ; চৌবেড়িয়া ।
পাঁচ : পাঁচুথুপি (পঞ্চ স্তূপ + ),পাঁচঘরা পাঁচড়া, পাঁচলকি,পাঁচকুলা, পাঁচদেউলি, পাঁচশিমুল ইত্যাদি ।
ছয় : ছ-আনি ।
সাত : সাতগেছে, সাতকানিয়া ( + কাহন ) সাতগা, সাতখিরা, সাত মাইল।
আট : আটঘরা, আটকুলিয়া ।
নয় : [ ‘নব' শব্দের সঙ্গে মিশে গেছে। ] ছাটা, ন-পাড়া ।
দশ : দশঘরা, দশিয়া ।
এগারো : এগারসিন্দুর।
বারো : বারঘন্নে ( বারো ঘরনিয়া ); বার-বেদা ।
আঠারো : আঠারো-বাড়ি।
বিশ, কুড়ি : বিশকাপা, কুড়িছা ।
তিরিশ : তিরিশ-বিঘে ।
Leave a Comment