গড় শব্দের অর্থ কী? 

গড় মানে  নিভৃত স্থান, প্রাচীর অথবা ঘন ও দুর্ভেদ্য জায়গা। উদ্ভিদ প্রতিবেষ্টিত স্থান পানাগড় ( বাংলা ‘পানা' অথবা ফারসী ‘পানাহ’+ ) ; ময়নাগড় ( মদনক + ) ; সেরগড় ( ফারসী ‘শের’+ ) ; ইত্যাদি ৷ কোন কোন নামে, যেমন সিমলাগড়, ‘গড়' ‘গুড়ি' ( < বৃন্দ ) থেকে এসেছে। সিমলাগড় গড় সিমলা, গড়বেতা; ইত্যাদি। প্রাচীন নামের ‘গড্ডিঅ' অংশেও এই অর্থ পাওয়া যায় । 

আবার "ঢের" পরবর্তীকালে 'গড়ে' মানে ডোবা অর্থে এসেছে ।

 গড়িয়া বা গড়ে অর্থ কী? 

গড়ি, গড়িয়া > গ'ড়ে > গড়  মানে গর্ত, সঙ্কীর্ণ গভীর জলাশয় যেমন বলাগড়ি > বলাগড় ; কামারগড়িয়া > + গড়ে ; সেওড়া- গড়িয়া ; আমগড়িয়া ; জিওলগড়িয়া (< জিওল মাছ+) ; জাটগড়িয়া ( <জাট= পুকুর প্রতিষ্ঠার কাঠ+ ) ; ইত্যাদি। কোন কোন নাম ‘গুড়ি’ (< বৃন্দ অথবা #কুণ্ডক +) থেকে এসেছে হয়ত।যেমন গাড়ি, গাড়িয়া > গেড়ে, (‘গাঢ়’ মানে গভীর গর্ত)৷ যেমন,  গোদাগাড়ি ; খুঁটগাড়িয়া ; কামারগেড়ে; ইত্যাদি ।

Previous Post Next Post