নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যারা
ভারতীয় ইতিহাসে প্রাচীন আন্তর্জাতিক মানের শিক্ষালয় ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। কালের বিবর্তনে হারিয়ে গেছে প্রতিষ্ঠানটি।নালন্দা শিক্ষাবিভাগের অধ্যাপক ছিলেন জিনমিত্র, শীঘ্রবৃদ্ধ, চন্দ্রপাল, জ্ঞানচন্দ্র, স্থিরমতি, প্রভাকর মিত্র, ধৰ্ম্মপাল, ভদ্রসেন, নাগার্জুন ইত্যাদি। তারা সকলেই বৌদ্ধধৰ্ম্মাবলম্বী ছিলেন।
0 Comments