নকিব শব্দের উৎপত্তি 

কালীপ্রসন্ন সিংহ (১৮৪০-১৮৭০) রচিত ''হুতোম প্যাঁচার নকশা" গ্রন্থের প্রথম ভাগে (১৮৬২ তে প্রকাশ) আছে, "হঠাৎ দেখলে বোধ হয় যেন পুতুল নাচের নকীব।'' নকীব বা নকিব আরবী শব্দ। বাংলা শব্দকোষ  অনুযায়ী  নকীব অর্থ "যে যশ ঘোষণা করে বা পরিচয় দেয় (রাজা ইত্যাদির অথবা রাজদরবারে আগন্তুকের)" Herald' রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে (১৭২৮-১৭৮২ ) নদীয়া রাজসভার কবি ভারতচন্দ্র রায়গুণাকর (১৭১২-৬০) ও রামপ্রসাদ সেন ( ১৭২০-১৭৮১) তাদের কাব্যে নকীব শব্দটির উল্লেখ করেছেন। সেসময়  পুতুলনাচ পালা শুরু হওয়ার আগে মঞ্চে অবতীর্ণ হত বিচিত্র পোশাকধারী পতুল।তার নাম ছিল নকীব। নকীব পুতুল নাচগান করে অঙ্গভঙ্গি দেখিয়ে পুতুলনাচের পালার বিবরণ তুলে ধরত। কোনও কারণে মূল পুতুলনাচের পালা শুরু হতে দেরি হলে, নকীব পুতুলকে বেশি সময় ধরে নাচ-গান করতে হত। সেজন্য নকীব পুতুলকে হাসির কথাও বলতে হত। এছাড়া, পালা শুরু হবার আগে দর্শক-শ্রোতাদের মধ্যে হট্টগোল চললে নকীব পুতুলকেই গোলমাল থামিয়ে শান্ত করতে হত। পুতুলনাচে নকীব পুতুলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যারা একসময় পুতুল নাচে নকিব হতো পরবর্তীতে তারা ও তাদের বংশধরেরা নকিব উপাধি লাভ করে।

তথ্যসূত্র: নদীয়ার পুতুল নাচ 

Previous Post Next Post