প্রাচীন যুগে পৃথিবীর সপ্তাশ্চর্যসমূহ

১. ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান।

২. আলেকজান্দ্রিয়ার বাতিঘর।

৩. মিসরের পিরামিড।

৪. রোডস এর গ্রীক সূর্যদেবের মূর্তি। 

৫. অলিম্পিয়ার জুপিটারের মূর্তি। 

৬. ডায়নার মন্দির (গ্রিস)


মধ্যযুগের পৃথিবীর সপ্তাশ্চর্যসমূহ

১. চীনের প্রাচীর

২. রোমের কলোসিয়াম

৩. সেন্ট সোফিয়ার মসজিদ 

৪. আলেকজেন্দ্রিয়ার ভূগর্ভস্থ সমাধি 

৫. আগ্রার তাজমহল 

৬. পিসার লিনিং টাওয়ার

৭. নানকিং এর চীনা মাটির টাওয়ার


বিশ্বের নতুন কৃত্রিম সপ্তাশ্চর্যসমূহ

১. মেক্সিকোর চিচেন ইৎজা ( মায়া সভ্যতা)

২. চীনের মহাপ্রাচীর

৩. রোমের কলোসিয়াম

৪. জর্ডানের পেট্রা নগরী

৫. পেরুর মাচুপিচু

৬. আগ্রার তাজমহল 

৭. স্ট্যাচু অব ক্রাইস্ট দ্য রিডিমার (ব্রাজিল)


বিশ্বের নতুন প্রাকৃতিক সপ্তাশ্চর্য 

১. আমাজান: দক্ষিণ আমেরিকা 

২. পুয়ের্টো পিন্সিয়া (ভূগর্ভস্থ নদী)

৩. হালং বে: ভিয়েতনামকে 

৪. ইগুয়াজু জলপ্রপাত : ব্রাজিল-আর্জেন্টিনা

৫. টেবল মাউন্টেন: দক্ষিণ আফ্রিকা 

৬. জেজু দ্বীপ : দক্ষিণ কোরিয়া 

৭. কমোডো ন্যাশনাল পার্ক: ইন্দোনেশিয়া 




Previous Post Next Post