তপশিলি উপজাতিদের সংখ্যা
১৯৭১ সালের আদমশুমারী অনুযায়ী পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের জনসংখ্যার হিসাব।
জেলার নাম | জনসংখ্যা |
কলিকাতা | 2408 |
কোচবিহার | 10611 |
চব্বিশ পরগনা | 137197 |
জলপাইগুড়ি | 428595 |
দার্জিলিং | 108586 |
নদীয়া | 31799 |
পশ্চিম দিনাজপুর | 221317 |
পুরুলিয়া | 313793 |
বর্ধমান | 228604 |
বাঁকুড়া | 208735 |
বীরভূম | 120250 |
মালদহ | 130715 |
মুর্শিদাবাদ | 38947 |
মেদিনীপুর | 442963 |
হাওড়া | 3364 |
হুগলী | 100084 |
পশ্চিবঙ্গের তপশিলি উপজাতি
বৈগা,ভুটিয়া, ( কগাতে, টোটো) তিব্বতী, ছকপা, শেরপারালমে,করমানি, ভূমিজ,মগ, করওয়া, মালপাহাড়িয়া, কোড়া, মাহি, খারওয়ার, মাহালি, মুন্ডা,গরাইভ৷ ম্যাচ,গারো , গত, রাজা, চাকমা, চিক বারিক, লেপচা, লোধা, খেড়িয়া বা খাড়িয়া, চেয়ো, মোহরা, লোহারা, নাগেশিয়া শবর,পারহাইয়া,শাওড়িয়া, পাহাড়িয়া, রিজিয়া, সাঁওতাল, বিরহড়, হাজং, বেদিয়া, হো, খন্দ, কোড়া, করওয়া, ওঁরাও ইত্যাদি
0 Comments