ভারতীয় আদিবাসীদের শ্রেণীবিভাগ
ভারতীয় উপজাতিদের বিস্তৃতি ও তাদের বসতির ঘনত্ব অনুযায়ী ছয় ভাগে ভাগ করা হয়েছে।উপজাতিদের অঞ্চল, বসতি ও গোত্রের নাম তুলে ধরা হলো।
উত্তর-পূর্বাঞ্চলের আদিবাসী যারা
উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে আসাম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যাণ্ড, মণিপুর ও ত্রিপুরা প্রভৃতি রাজ্যে বাস করে আক্কা, ডালা, মিরি, সেমা-নাগা, আও-নাগা, মোঠা-নাগা, খাসীয়া, গারো ইত্যাদি উপজাতি।
উত্তর হিমালয়ের পাদদেশ অঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতি যারা
এই অঞ্চলের মধ্যে সমগ্র হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও এর নিকট রাজ্য এবং উত্তরের উত্তরপ্রদেশের পার্বত্য অঞ্চলের জেলাসমূহে বাস করে লেপচা, ভোটিয়া, রাভা ইত্যাদি উপজাতি। এবং উত্তরপ্রদেশে বসত করে ভোট, করওয়া, চেরী উপজাতি।
ভারতের মধ্য ও পূর্বাঞ্চলের আদিবাসী গোষ্ঠী
মধ্য ও পূর্বাঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, - মধ্যপ্রদেশ অন্তর্ভুক্ত। এই অঞ্চলে বাস করে শবর, গাদাবা, সাঁওতাল, মুণ্ডা, ওঁরাও, লোধা, হো, বীরহুড়, কোল, খাড়িয়া, জুয়াং, খন্দ ইত্যাদি উপজাতি।
ভারতের দক্ষিণাঞ্চলের আদিবাসী যারা
কৃষ্ণা নদীর দক্ষিণাঞ্চল এর অন্তর্ভুক্ত। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাডু, কেরালা, মহীপুর প্রভৃতি রাজ্যে ।বাস করে চেঞ্চু, কোটা, কুরুম্বা, বাদাগা, টোডা, কাদার, মুগ্ধভান, উরালী, কানিকার ইত্যাদি উপজাতি।
ভারতের পশ্চিমাঞ্চলের আদিবাসী
রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে বাস করে গণ্ড, ভীল ইত্যাদি ।
দ্বীপাঞ্চলের আদিবাসী যারা
সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বাস করে আন্দামানী, জারওয়া, ওঙ্গে ইত্যাদি আদিবাসী।
0 Comments