অদ্বৈতমঙ্গলে শান্তিপুর

 শান্তিপুরের উৎপত্তি

শান্তিপুর একটি ঐতিহাসিক  প্রাচীন স্থানের নাম। বহুগ্রন্থে শান্তিপুরের কথা উল্লেখ আছে। জানা যায়  গঙ্গা একসময় শান্তিপুরের তিন দিক দিয়ে প্রবাহিত হতো।এখন দূরে, পশ্চিম দিকে, সরে গেছে। শান্তিপুর নামের উৎপত্তি সম্পর্কে  তিনটি মত প্রচলিত আছে। জনৈক শান্তমুনির বাসস্থান ছিল ব'লে শান্তপুর, তা থেকে শান্তিপুর। এখানে শান্তিপ্রিয় মানুষের বাস ছিল বলে শাস্তিপুর।  এখানে গঙ্গাতীরে মুমূর্ষুদের আনা হতো।সুস্থ হলে আর ঘরে ফিরতো না।এখানে শান্তিতে বাস করতো।

হরিচরণ দাস রচিত ‘অদ্বৈতমঙ্গলে' শান্তিপুরের কথা  আছে 

“শান্তিপুর গ্রাম হয় যোজন প্রমান।

প্রভু কহে নিত্যধাম মথুরার সমান

বৈকুন্ঠে বিরজা নদী বহে চতুর্দিগে

শান্তিপুরে দ্রবময়ী বহে তিনভাগে

Blogger দ্বারা পরিচালিত.