শ্রীচৈতন্যজীবনীগ্রন্থে নবদ্বীপ বা নদীয়া

 নদীয়ার উৎপত্তি

নবদ্বীপ থেকে নদীয়া নামের উৎপত্তি হয়েছে ব'লে অনেকে মনে করেন। প্রাচীন ইতিহাস এবং বৈষ্ণব গ্রন্থাদি অনুসারে, নবদ্বীপ হল নবদ্বীপমণ্ডলের কোলদ্বীপ বা কুলিয়া পাহাড়পুর। গঙ্গার ভাঙনে প্রাচীন নবদ্বীপবাসীরা বিপন্ন হয়ে নিকটবর্তী কুলিয়ার চরে গিয়ে বসতি স্থাপন করেন এবং এইভাবে বর্তমান নবদ্বীপ শহর গড়ে ওঠে। আবার অনেকের মতে, অস্তদ্বীপ-ই নবদ্বীপ। বৃন্দাবন দাসের 'চৈতন্যভাগবত'নামক শ্রীচৈতন্যজীবনীগ্রন্থে উল্লেখিত আছে, নবদ্বীপ একটিমাত্র দ্বীপ 

“নদীয়ার একান্তে নগর সিমুলিয়া ।

নাচিতে নাচিতে প্রভু উত্তরিলা গিয়া ॥

সবে মাত্র গঙ্গা নবদ্বীপ কুলিয়ায় । প্রভু পার হইয়া যায়েন কুলিয়ায়।”

পক্ষান্তরে, নরহরি চক্রবর্তী ( ঘনশ্যাম দাস )-কৃত 'ভক্তিরত্নাকর’ গ্রন্থের নবদ্বীপ পরিক্রমা অংশে আছে, 

“নদীয়া পৃথক গ্রাম নয় ।

নবদ্বীপে নবদ্বীপ বেষ্টিত যে হয় ।

নয় দ্বীপে নবদ্বীপ নাম ।

পৃথক পৃথক কিন্তু হয় এক গ্রাম ৷”


কয়টি দ্বীপ নিয় নবদ্বীপ গঠিত হয়েছিল? 

তাঁর মতে, নয়টি দ্বীপের সমষ্টি নবদ্বীপ। তিনি ঐ নয়টি দ্বীপের পরিচয়ও দিয়েছেন :


“গঙ্গা পূর্ব্ব পশ্চিম তীরেতে দ্বীপ নয়।

পূর্ব্বে অস্তদ্বীপ শ্রীসীমস্তদ্বীপ হয় ॥

গোক্রমদ্বীপ শ্রীমধ্যদ্বীপ চতুর্থ।

কোলদ্বীপ ঋতু জহ্নু মোদদ্রুম আর । রুদ্রদ্বীপ এই পঞ্চ পশ্চিমে প্রচার ॥”

শ্রীচৈতন্যদেবের জন্ম কোথায়?

মায়াপুরকেই তিনি শ্রীচৈতন্যের জন্মস্থান ব'লে উল্লেখ করেছেন :

“নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে স্থান ।

যথা জনমিলেন গৌরচন্দ্র ভগবান্ ॥

যৈছে বৃন্দাবনে যোগপীঠ সুমধুর।

তৈছে নবদ্বীপে যোগপীঠ মায়াপুর ॥

তথ্যসূত্র: নদীয়া জেলার পুরাকীর্তি লেখক: মোহিত রায়।

শ্রীচৈতন্যজীবনীগ্রন্থে নবদ্বীপ বা নদীয়া


Post a Comment

0 Comments