Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৪/০৫/২০২৩

কবে কলকাতা ভারতের রাজধানী হয়?

কলকাতা কত সালে ভারতের রাজধানী হয়?


পলাশীর যুদ্ধের পর থেকে ১৭৭৩ সাল পর্যন্ত কলকাতা বাংলাদেশের রাজধানী ছিল।এরপর বৃটেন সরকারের নির্দেশে বাংলার ইংরেজ শাসকগণ "গভর্নর জেনারেল" পদ প্রাপ্ত হয়।সেইসাথে  মাদ্রাজ, বোম্বে (মুম্বাই), ও ইংরেজ অধীভূক্ত ভারতের অন্যান্য অঞ্চল এই গভর্নর জেনারেলদের অধীনে চলে আসে। মুর্শিদাবাদ থেকে সকল সরকারি দপ্তর কলকাতায় স্থানান্তরিত হয়।গড়ে কলকাতা শহর।এবং ১৭৭৪ সাল থেকে ১৯১২ সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী হওয়ার গৌরব অর্জন করে। ১৯১২ সালে ১ লা এপ্রিল ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়।

 কবে থেকে  কলকাতার জনসংখ্যা বাড়ে?

১৬৬৮ সালের দিকে কলকাতার জনসংখ্যা ছিল মাত্র ১২০০০ জন।জব চার্নকের কলকতায় কুঠিস্থাপনের পর থেকে কলকাতায় লোকসংখ্যা বাড়তে থাকে। ১৯০১ সালে কলকাতায় লোকসংখ্যা ছিল ৮৪৭৭৯৬ জন। ১৯২১ সালে কলকাতার জনসংখ্যা ছিল ৯০৭৮৫১ জন।আর  ১৯৩১ সালে দিকে কলকাতার জনসংখ্যা ছিল ১১৯৬৯০৮ এভাবে কলকাতা উপমহাদেশের প্রধান শহর হয়ে উঠে।