সার কারখানা বর্জ্য পানির মানমাত্রা
সারকারখানার বর্জ্য পানির মানমাত্রা
নাইট্রোজন সংবলিত সার কারখানা পানির মানমাত্রা
নং | স্থিতিমাপ | একক | সর্বোচ্চসীমা |
১ | অ্যামনিক্যাল নাইট্রোজেন | মি.গ্রা/লি. | ৫০ |
২ | পিএইচ (pH | মি.গ্রা/লি. | ৬.০-৯.০ |
৩ | মুক্ত এমোনিয়া | মি.গ্রা/লি. | ৫ |
৪ | প্রলম্বিত কঠিন বস্তু (SS) | মি.গ্রা/লি. | ১০০ |
৫ | তৈল ও গ্রীজ | মি.গ্রা/লি. | ১০ |
৬ | ক্রোমেট অপসারণ প্লান্ট এর নির্গমন মুখে সার্বিক ক্রোমিয়াম (মৌল Cr হিসেবে ) |
মি.গ্রা/লি. | ০.৫ |
৭ | ষড়যোজী ক্রোমিয়াম (Hexavalent Cr) | মি.গ্রা/লি. | ০.১ |
৮ | টিডিএস | মি.গ্রা/লি. | ২১০০ |
৯ | বর্জ্য পানি নির্গমন | ঘন মি./টন ইউরিয়া | ১০. |
ফসফেট সংবলিত সার কারখানা
ক্রমিক নং | স্থিতিমাপ | একক | সর্বোচ্চসীমা |
১ | ফ্লুরাইড অপসারণ প্ল্যান্ট এর নির্গমনমুখে ফ্লুরাইড (মৌল F হিসাবে) | মি.গ্রা./লি | ১০. |
২ | ফসফেট, মৌল P হিসাবে | মি.গ্রা./লি | ৫. |
৩ | টিএসএস ক্রোমেট অপসারণ প্ল্যান্ট এস নির্গমন মুখে | মি.গ্রা./লি | ১০০. |
৪ | টোটাল ক্রোমিায়ম (মৌল Cr হিসাবে) | মি.গ্রা./লি | ০.৫ |
৫ | ষড়যোজী ক্রোমিয়াম (Hexavelant cr) | মি.গ্রা./লি | ০.১ |
৬ | তৈল ও গ্রিজ | মি.গ্রা./লি | ১০. |
Leave a Comment