Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২৩/০৫/২০২৩

মগধ রাজ্যের রাজধানী

 মগধের রাজধানীর নাম কী?

মগধের প্রাচীন রাজধানী রাজগৃহ যা বর্তমানে রাজগিরি। এর প্রাচীন নাম ছিল গিরিব্রজ বা কুশাগরপুর।   বিম্বিসার ও অজাতশত্রু মগধে রাজত্ব করতেন। রাজগৃহের ছিল  পঞ্চ পর্বত।সেগুলোর নাম বিপুলগিরি, বৈহারগিরি, পাণ্ডবগিরি, গৃধ্রকূট ও ঋষিগিরি । বর্তমান রাজগৃহের আড়াই মাইল ব্যবধানে উত্তর-পূর্ব দিকে গৃধ্রকূট পর্বত । এখন তা মৌনগিরি নামে সুপরিচিত। মগধ বহিরাঞ্চল চারটি প্রদেশে বিভক্ত ছিল । তক্ষশীলা, উজ্জয়িনী, তোসলি ও সুবর্ণগিরি। তক্ষশিলা গান্ধার-রাজ্যের রাজধানী ছিল।