উপমহাদেশে মুদ্রণ শিল্পের সূচনা

ভারতে প্রথম প্রিন্টিং প্রেস 

 ভারতে মুদ্রণ শিল্পের সূচনা হয় মুঘল আমলে। ১৫৫৬ সালে গোয়ার (Goa) Jesuit St Paul কলেজে প্রথম প্রিন্টিং মেশিন বসানো হয়।সেই মেশিনে প্রথম প্রিন্ট করা হয় তামিল ভাষায়।বাংলাদেশে প্রথম প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠিত হয় ১৮৪৭ সালে রংপুরে। 

সেন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়। ১৮০০ সালে প্রথম বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয়। প্রথম বাংলা মুদ্রণের জন্য শ্রীরামপুরের মিশনারীরা প্রথম আলো মুদ্রণের জন্য শ্রীরামপুর মিশনারিদের অবদান সবচেয়ে বেশি। চার্লস উইলকিন্সকে কে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় 

কিন্তু আধুনিক বাংলা লিপির জনক বলা হয় পঞ্চানন কর্মকার কে 

Post a Comment

0 Comments