শকস্থান কোথায় অবস্থিত ছিল?
শকজাতি পূর্ব ইরান থেকে আসা একটি প্রাচীন জাতিগোষ্ঠী। গুপ্তযুগ ও তার পূর্বে আফগানিস্তান , সিন্ধু, পাঞ্জাব ও রাজপুতানা (যা বর্তমানে রাজস্থান ও মধ্যপ্রদেশ) মিলে একটি দেশ ছিল নাম শকস্থান।এই অঞ্চলগুলোতে শকরা বসবাস করতো। ভারতের সর্বকালের সেরা বিজ্ঞানীদের একজন হলে বরাহমিহির ( ৫৮৭-) যিনি এই শকজাতিভূক্ত ছিলেন।
0 Comments