পানি সম্পর্কে

এক কিলোগ্রাম পানির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে পানি ৪.২ কিলোজুল বা ১ কিলোক্যালরি তাপ শোষণ করে। 


পানি সম্পর্কে আরো কিছু তথ্য

১. পৃথিবীর পানি পরিমাণ কন্সট্যান্ট। বাড়ে না আবার কমে না শুধু রুপান্তরিত হয়।কখনো বরফ, কখনো স্টীম আবার কখনো মেঘ।

২. এক এটিএম ( ১ ATM) বা ৭৬০ সেমি পারদ চাপে পানি ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়। 

৩. বেশির ভাগ নদীর পানি হিমালয়ের হিমবাহ থেকে নদী হয়ে সাগর বা মহাসাগরে  এসে পড়ে।

Previous Post Next Post