Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২৮/০৫/২০২৩

অভাবের তাড়নায় সন্তান বিক্রির ঐতিহাসিক দলিল

 নিজের সন্তান  ও দাস দাসী বিক্রয়ের দলীল

হাজার বছর ধরে দেশের কিছু  মানুষের কখনো ভাগ্যের পরিবর্তন হয় না।  তাই তারা গরিব শ্রেণির অন্তর্ভুক্ত হয়ে থাকে।অভাব -দুর্ভিক্ষে নিজের স্ত্রী - সন্তানদের বিক্রি করা ঘটনা ঘটেছে। এখনে আমার কয়েকশত বছর পূর্ব সন্তান ও স্ত্রীকে বিক্রি করার ঐতিহাসিক সম্মতিপত্র তুলে ধরা হলো যেখানে তিন রুপী জন্য বাবা তার এগারো বছরের মেয়েকে বিক্রি করেছে।যেহেতু লেখাগুলো ১০০০ বছর পূর্বের তাই সেই সময়কার মানুষের কথ্যরীতির সাথে আমাদের আধুনিক বাংলার কথ্যরীতির অনেক পার্থক্য রয়েছে। আপনাদের মনে হতে পারে এগুলতে বানান ভুল লেখা আছে। কিন্তু লিপিকালের দিকে লক্ষ্য করলে সহজে অনুমন করা যায়।


লিপিকাল – ১১২৫ সাল

৭ই ইয়াদিকীৰ্দ্দ শ্রীশঙ্কর দাস উলদে রুদ্রদাস সাকীম পরগণে বেজোড়া সদা- সয়েষু লিখিতং শ্রী বোদাইর স্ত্রী সাকিম বেঙ্গাডুবা পরগণে মজকুরে কস্য মুনিস আজীরি পাট্টা পত্র মিদং কাৰ্য্যঞ্চ আগে—আমি আপনা খসরজ ও রসবাত পুরাকত আকাম বিনা ওজর ইতবারে তোমার পান হনে রেআজি তিন রূপায়া লৈয়া আমার বেটী যার উমর এগার বরিস তুমার স্থানে আকির খাস করিয়া দিলাম। লআজীমা খুরাক পুযাগ খাইয়া পীন্দিয়া মুৰ্দ্দত সৈর্ত্তের বরস খেদ মত আবকসী ওমাহর) করিব। যদি এই মুহূর্তের মৈদ্ধে ফারগ হৈবার চাহে তবে দশ মণ তামা আরিব দিয়া আখাগস হইব। দান বিক্রয় অধিকার দাসী তুমার আমার কিছু এলেকা নাই এতদর্থে আজীরি পাট্টা লেখিয়া দিলাম ইতি সন ১১২৫ সাল তারিখ ২০ রান্না মাহে ৬ই চৈত্র শ্রীবোদাইর স্ত্রী ও শ্ৰীমতী কনাই


বিক্রয়পত্র-২

লিপিকাল ১১২৭ 

শ্রীশ্রীদুর্গা

ইয়াদিকীৰ্দ্দ শ্রীরামনাথ দেব ওলদে শ্রীউদয়রাম দেব ইরিসে মহেশ দাস দেব সাকিম পরগণে বেজোড়া সরকার শ্রীহট্ট সদাসয়েষু লিখিতং শ্রীপাৰ্ব্বতী দাসী জনে শ্রী আসারাম সাকিম মঙ্গলপুর আমলে পরগণে কাছিমনগর সরকার মজকুর কস্য মুনস্য আজিরী পাট্টা পত্র মিদং কাৰ্য্যঞ্চাগে আমী অন্নকষ্টে মহা পাড়া পাই পররিস করিতে না পারি এতরব আপনা খুস বজায় তুমার পাশ হতে বেওয়াজি) মবলগ ৩ তিন রূপাইআ পুর ওজনসহ দাসী নগদ লইয়া আমার কন্যা শ্রীমণিদাসী উমর ছয় বৎসর আপনার স্থানে আর্জীর খাস করিয়া দিলাম লয়াজীমা খুরাক খাইয়া ও পুষাক পৈরিয়া আবকসী ওসানেকুটী গয়রহ খেদ মত করিব। ইহা ও ইহার ঘরে সন্তানাদি যাহা হয় দান বিক্রয় অধিকার মুনস্য তুমি ও তুমার পুত্র পৌত্রাদি ক্রেমে হইল। আমার কিছু এলেকা নাহি। এতদর্থে মুনস্য আজীরি পাট্টা লিখিয়া দিলাম ইতি সন ১১৭ সাল মাহে।

 শ্রাবণ

/৭ শ্রীশ্রীরাম সন ১৭৩৫

শ্রীআত্মারাম বাগদী স্য

সাং বর্ধমান

ইয়াদী কিৰ্দ্দ সকল মঙ্গলালয় শ্রীগাছপার কোরর্ণের ফিরিঙ্গি শুচরিতেষু লিখীতং শ্রীআত্মারাম বাগদীকস্য ছোকরা বিক্রয় পত্রমিদং কার্যঞ্চ্যণ আগে আমার বেটা নাম শ্রীস্যামা বাগদী ছোকরা বএশ আট বৎসর বর্ণ কালা ইহার কিস্মত মান্দরাজী ৭. সাততঙ্কা পাইয়া আমি সেছা পূর্বক তোমার স্থানে বিক্রয় করিলাম তুমি ইহারে বাতিজর ক্রিস্তাঙ করিয়া খোরাক - পোষাক দিয়া আপন খেদমতে রাখহ এই ছোকরার দানবিক্রয়ের সত্তাধিকার তোমার আমার সহিত এবং আমার ওয়ারীসের সহিত এই ছোকরার কোন এলাকা নাই এই করারে ছোকরা বিক্রয় করিলাম ইতি সন ১১৪২ এগার সত ব্যাল্লিষ শাল তারিখ ১৭ সতরঞী জ্যৈষ্ঠ মাহ ২৮ মাইসন ১৭৩৫ সাল।