জোনাকিপোকা 

জোনাকিরা আলো ছড়ায় তাদের পেটের দিকটার শেষ অংশে। নারী ও পুরুষ উভয় লিঙ্গের জোনাকী আলো ছড়াতে পারে।এমনকি জোনাকিপোকার লাভা বা ডিমও মৃদু আলো ছড়ায়।আলো ছড়ানোর মূল কারণ সঙ্গীদের আকৃষ্ট করা।নিজেদের উপস্থিতি জানান দেয়ার জন্য। সহজে যৌন সঙ্গীকে চেনার জন্য।জোনাকির আলোয় কোন উষ্ণতা ছড়ায় না।জোনাকিরা রাতে জ্বলে।কারণ তারা নিশাচর। ঘন জঙ্গল বা ঘন কোন গাছকে কেন্দ্র করে অগণিত জোনাকী শোভা ছড়ায়। এন্টার্কটিকা বাদে পৃথিবীর সব মহাদেশে জোনাকি (Firefly) দেখতে পাওয়া যায়। ধারণা করা হয় পৃথিবীতে প্রায় ২০০০ প্রজাতির জোনাকিপোকা রয়েছে।এদেরকে ফায়ারফ্লাই বলা হলেও এরা মূলত বিটলস বা গুবরেপোকা। 

জোনাকিরা কিভাবে আলো ছড়ায়? 

জোনাকিপোকারা পেটের দিকটার বিশেষ অঙ্গ দিয়ে আলো ছড়ায়। এটা একধরনের রাসায়নিক যৌগ যাকে লুসিফেরিন ( Luciferin) এবং এনজাইম যাকে লুসিফেরাস বলে। 

জোনাকিরা জ্বলে নেভে কেন?

আলো উৎপাদনকারী বিশেষ অঙ্গে  অক্সিজেন প্রবাহ নিয়ন্ত্রণে মাধ্যমে জোনাকিরা জ্বলে আর নেভে। 

জোনাকিরা কত বছর বেঁচে থাকে?

জোনিাকিরা ডিম পাড়ার ১-২ বছর লার্ভা অবস্থায় টিকে থাকে এর পর দু সপ্তাহ পোকায় পরিণত হয়।প্রাপ্ত বয়স্ক হওয়ার ২-৩ সপ্তাহের মধ্যে ডিম পেড়ে মারা যায়।অর্থাৎ জোনকির ডি লার্ভা অবস্থায় ২ বছর টিকে থাকে তারপর পোকারা এডাল্ট হয়ে কয়েক সপ্তাহ বেঁচে থাকতে পারে।

জোনাকীর আলোর রং কী?

জোনাকিরা সবুজ, হলুদ, কমলা ও নীল-সাদা রঙ উৎপাদন করতে পারে। নর্থ করোনিয়াতে একধরনের জোনাকিপোকা  বসন্ত ও গ্রীষ্মকালে দেখতে পাওয়া যায়।এদেরকে Ghost firefly বলে।বিরল প্রজাতির জোনাকিপোকা পৃথিবীর অন্যত্র তেমন দেখতে পাওয়া যায় না। এরা নীল-সাদা আলো ছড়ায়। উত্তর আমেরিকাতে শীতকালীন জোনাকিপোকা দেখতে পাওয়া যায়। গ্রীষ্মকালীন জোনাকি আসার পূর্ব তারা প্রস্থান করে।

শেষকথা: পৃথিবীতে জোনাক পোকার সংখ্যা কমে আসছে।লোকালয়ে যেমন দেখা যেত এখন তা দেখা যায় না।কারণ গাড়ির লাইট ও যত্রতত্র বৈদ্যুতিক আলো।অপেক্ষাকৃত বেশি আলোতে জোনাকিরা জ্বলতে পারে না।সঠিকভাবে সঙ্গীকে সংকেত দিতে পারে না।ফলে বংশবিস্তার বাধাপ্রাপ্ত হয়।

জোনাকিরা কিভাবে আলো তৈরি করে?
Firefly cold lights


Previous Post Next Post