লক্ষীবাঈ
লক্ষ্মীবাঈ
ভারতীয় নারীদের মধ্যে সাহসিকতা ও নির্ভীকতা এবং শাস্ত্র ও অশস্ত্রবিদ্যায় ঝাঁসীর রাণী লক্ষীবাঈ-এর স্থান সর্ব্বোচ্চ স্থানে বললেও অত্যুক্তি হয় না । তিনি ঝাঁসীর মহারাজা গঙ্গাধর রাও-এর পত্নী। অপুত্রক অবস্থায় বিধবা হয়ে আনন্দরাম নামে এক বালককে দত্তক নেন । তখন ডালহৌসীর শাসনকাল। এবং তার রাজ্য সম্পর্কে রাণীর সংঘর্ষ সৃষ্টি হয় ৷ ১৮৫৭ খৃঃ অব্দে ইংরাজেরা ঝাঁসী দখল করেন। সেই সময়ে রাণী লক্ষ্মীবাঈ৷ দীপ্তকন্ঠে বলেছিলেন 'মেরী ঝাঁসী নেহি দিউঙ্গী' এবং আলুলায়িতকেশে ঘোড়ায় চড়ে উন্মুক্ত তরবারিহস্তে ইংরেজ সৈন্যবাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। যুদ্ধক্ষেত্রেই সিংহবীর্য্য এই রমণীর মৃত্যু হয়৷
Leave a Comment