সারদমণি কে?

সারদামণি

যুগাবতার শ্রীশ্রীরামকৃষ্ণদেবের নিষ্ঠাবতী পত্নী সারদা দেবী। ত্যাগ ও সেবায়, ধর্ম্ম ও পতিনিষ্ঠায় এই পুণ্যশ্লোকার জীবন হোমশিখার মতনই চিরউজ্জ্বল, চিরস্নিগ্ধ এবং চিরশান্ত। সেবাধর্মপরায়ণা এমন মহিমময়ী অথচ করুণাময়ী নারীমূর্ত্তি খুব অল্পই দেখা যায়। স্বামীর তপস্যাকে সকল দিক দিয়ে সার্থক করে তোলার  জন্য ইনি নিজের সমস্ত ঐহিক সুখভোগ চিরজীবনের মত ত্যাগ করেন। জাগ্রত দেবতাজ্ঞানে ইনি স্বামীর পূজা করিতেন এবং শ্রীশ্রীরামকৃষ্ণদেবের তিরোভাবের পরেও তাঁহারই স্মৃতির অনুধাবনে  জীবনের শেষ কয়েক বৎসর অতিবাহিত করেন।

Post a Comment

0 Comments