আহিরীটোলা শব্দের অর্থ কী? 

সংস্কৃত আভীর থেকে হিন্দি আহির শব্দ হয়েছে। আহিরীটোলা মানে গয়লা পাড়া। গয়লা পাড়াকে গোয়ালপাড়া বা গোয়ালটুলিও বলা হয়। আহিরী টোলা বিখ্যাত জায়গা।আহিরীটোলা নামে কলকাতায় একটি ঘাট আছে। এখানে আগে অনেক বিখ্যাত লোকের বাস ছিল- যেমন, জনাই-এর জমিদার অ্যাটর্নি পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়, কুমারকৄষ্ণ মিত্র, ভোলানাথ চন্দ্র, বিপ্লবী যাদুগোপাল মুখোপাধ্যায়ের পিতা কিশোরীলাল মুখোপাধ্যায় প্রমুখ।

আহিরীটোলা শব্দের অর্থ


Previous Post Next Post