এডুকেশন গেজেট ও সাপ্তাহিক বার্তাবহর

 ১৮৫৪ সালে ৪ঠা জুলাই  এডুকেশন গেজেট ও সাপ্তাহিক বার্তাবহর' পত্রিকা  প্রথম প্রকাশিত হয় । সম্পাদক Rev O' Brien Simth ও রঙ্গলাল বন্দোপাধ্যায় পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন। পরে প্যারীচাঁদ সরকার সম্পাদক হন। তাঁর পদত্যাগের পর সম্পাদক হন ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়। পত্রিকাটি মাসিক ২০০ টাকা সরকারী সাহার্য পেতো।

Previous Post Next Post