পাটক শব্দের অর্থ কী?
পাড়া শব্দটি সংস্কৃত পাটক থেকে উৎপত্তি। পাড়া শব্দের অর্থ ঘনসন্নিবিষ্ট ভদ্রাসন সমষ্টি। শব্দটির ব্যবহার প্রাচীন হলেও স্থাননামে ব্যবহার তেমন পুরোনো নয়, ষোড়শ শতাব্দীর পরবর্তী । যেমন, পা( ই )কপাড়া (“পক্ব-পল্লী”, ১৭ শতাব্দী ), পাতিলপাড়া ( < বাংলা 'পাতিল' = যা পাতা হয়েছে ), ভাটপাড়া মানে ভাটেদের গ্রাম ১২ শতাব্দীতে পাওয়া যায়। ভাট্টবড়া’ গ্রামের উল্লেখ আছে গঙ্গাতীরে। বামুনপাড়া,রানাপাড়া, জাগুলিপাড়া, জাঙ্গীপাড়া ইত্যাদি।
0 Comments