Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

৩০/০৫/২০২৩

বাইবেলে উল্লেখিত জাতি ও নগরসমূহ

 বাইবেলে উল্লেখিত প্রাচীন কিছু স্থান ও জাতি


অশূরীয়া-  বাবিল (ব্যাবিলন) থেকে অনেকে এসে  এই অশূরীয়াতে এতে উপনিবেশ স্থাপন করেন। এক সময়ে এশিয়ার দক্ষিণ-পশ্চিম দিকে এত বড় ক্ষমতাশালী  রাজ্য আর ছিল না। টাইগ্রিস নদীর তীরে নীনবী এই রাজ্যের  রাজধানী ছিল। জনশ্রুতি আছে নূহ নবীর প্রপৌত্র অশূরীয় নগর প্রতিষ্ঠা করেন। 


মোরিয়া - এক দেশের নাম। এখানে অব্রাহাম নিজ পুত্র ইসহাককে বলি (কোরবানি) দিতে এনেছিলেন। 

অমোরীয়- অর্থ পাহাড়িয়া । পলেষ্টিয়া দেশ যখন দখল করা হয়, তখন অমোরীয় লোকেরা খুব ক্ষমতাশালী ছিল। যর্দ্দুন সাগরের পশ্চিম দিকে তাদের পাঁচটা রাজ্য ছিল । আবার যর্দ্দুন সাগরের পূর্ব্ব দিকেও দুইটী রাজ্য ছিল।

অরারট- কৃষ্ণসাগর ও কাস্পীয় সাগরের মধ্যবর্তী পর্বতময় প্রদেশকে  প্রথমে অরারট বলা হতো।এই অঞ্চলের সর্ব্বোচ্চ পৰ্ব্বতকে এখনো আরারটের পর্ব্বত বলে।জানা যায় এই পর্ব্বতে নূহ নবীর নৌকা থেমেছিল। 

কুশদেশ - প্রাচীন একটি জয়গার নাম।বাইবেলে এই নামটি পাওয়া যায়। মিসরের দক্ষিণ দিকে এর অবস্থান। বর্তমানে যাকে আবিসিনিয়া ও নবিয়া বলে।

অকমথা = একটা পাহাড়। যার চারিদিকে দুর্গ ছিল। এবং বহু অট্টালিকা  ছিল। এখন জায়গাটার নাম “স্তক্ত-ইয়া শলিবান ” বলে।


 অপৌব =  (বলবান) যর্দ্দনের পূর্ব্ব দিগে বাসানের অন্তর্গত একটা দেশ । পরে একে ত্রাখোনিতি বলা হতো। এখন এললিজা বলে।

 অনাকীয় -  হীব্রোণের নিকটবর্তী প্রদেশে অনাকীয় নামে এক জাতীয় দীর্ঘদেহী লোকে বসবাস  ছিল। কিন্তু দেশটি পরাজয় কালে প্রায় সবাই নির্বংশ হয়ে যায়। 


অনাপ্রোৎ - বিন্যামীন গোষ্ঠির একটা নগর। একই নামে তখন সাতটি রাজ্য ছিল।


 অফ্রা = বিন্যামীন গোষ্ঠির গ্রামের নাম। এবং শিমিয়োনের জন্মস্থান।


অবারীম - যর্দ্দনের  পূর্ব দিকে, যিরীহোর অপর পারস্থ পর্ব্বত শ্রেণী।নবা ও পিসগাএই শ্রেণীর অন্তর্গত ।

অব্বা = অশূরীয় রাজ্যের একটা নগর বা প্রদেশ। এখানকার লোকদের শমরিয়ায় সরিয়ে নেয়া  হয়েছিল। কোথায় এ স্থান ছিল তা জানা যায় না।

অবোয়ের - রুবেণ গোষ্ঠীর রাজ্য। অর্ণোনের তীরে অবস্থিত।

 অমালেকীয় - সেকালের স্তাম্বুনিবাসী এক জাতীয় লোক। একসময় এরা সীনয় অঞ্চলে বাস করতো।


 অরাবা = (শুষ্ক, অঞ্চল) যর্দ্দুন ও মৃত সাগরের গভীর  উপত্যকাকে অরাবা বলা হতো। হর্মণের তেরাই হইতে আকাবা উপসাগর পর্যন্ত  বিস্তৃত। 

অরাম দেশ - পলেস্টিয়া দেশের উত্তর দিকের দেশ।


অরোলোন - লেবীয়দের  নগর বিশেষ । এটা দান গোষ্ঠির এলাকা ছিল। 

অর্ণোন - ( স্রোতবিশেষ) মৃতসাগরের পূর্বদিকে অবস্থিত।  মোয়াবীয় রাজ্যের উত্তর সীমানায় অবস্থিত ছিল।

অর্পদ-সুরিয়া দেশের কোন স্থান।

অসেকা- যিহুদা গোষ্ঠীর একটা নগর।পশ্চিম উপকূলে প্রদেশে এই নগর ছিল।

অসদোদ- ফিলিষ্টীয়দের পঞ্চ নগরের এক নগর।

অহবা- ব্যাবিলিয়নের  যে সকল ইয়ুদী ঈসার সঙ্গে যাত্রা করিয়াছিল, তাহাদের বাসস্থান।  "অহবাগামিনী" নদীর কাছে।

আবেল বৈৎমাখা। —পলেষ্টিয়ার উত্তর দিকছ নগর বিশেষ। এই নগর কোথায় ছিল, ঠিক জানা যায় না 

মোরি - ছোট হার্মোণ পৰ্ব্বতমালা। যীব্রীয়েল ও যর্দ্দুন উপত্যকার মধ্যবর্তী।

মেদবা - মৃত সাগরের উত্তরাংশে পশ্চিম দিকে অবস্থিত নগর বিশেষ।