জিন্নতাবাদ

আবুল ফজল বলেন, বাংলা ১৯ সরকার ও ৬৮২ মহলে বিভক্ত। সেগুলির মধ্যে সরকার জিন্নতাবাদের স্থান অতি উচ্চ। জিন্নতাবাদ খুবই প্রাচীন নগর । পূর্বে এর নাম ছিল লখনৌতি।  গৌড়ও বলা হোত । মহামান্য স্বৰ্গীয় সম্রাট জিন্নতবানী আসিয়ানী (হুমায়ুন) এখানে অবস্থান করার সময়ে নিজ নামানুসারে বর্তমান নামটি প্রদান করেন।লখনৌতি বা গৌড়ের বর্তমান অবস্থান ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের মালদহের কিছু অংশ ও বাংলাদেশের চাপাইনবয়াবগঞ্জের কিছু অংশ গৌড়ের অন্তর্ভুক্ত ছিল।মোগল আমলে জিন্নাতাবাদে ২৬ টি মহল ছিল। মোট রাজস্বের পরিমাণ ছিল ১৫৭৩১৯৫  দাম।

Previous Post Next Post