রাণী দুর্গাবতী

মোগল সম্রাট আকবর শাহের সময়ে যে কয়জন রাজপুত মহিলা বীরত্বে প্রসিদ্ধি লাভ করেন, তন্মধ্যে রোটী ও মোহরার অধিপতি শালিবাহনকন্যা রাণী দুর্গাবতী শ্রেষ্ঠ। গড়মণ্ডলের বীররাজা দলপতি সিংহের সাথে রাণীট বিবাহ হয়। স্বামীসুখ সইলো না। অল্পবয়সে বিধবা হলেন। স্বামীর মৃত্যুর পর দূর্গাবতী রাজ্যের হাল ধরেন।দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করেন।

 মোগল সেনাপতি আসফ খা-ই রাণীর সাথে যুদ্ধে পরাজিত হয়ে সম্রাট্ আকবরকে সংবাদ দেন যেন সম্রাট স্বয়ং  দুর্গাবতীর সাথে যুদ্ধে প্রবৃত্ত হউন। অশ্বপৃষ্ঠে আলুলায়িতকেশ  আর রণচণ্ডীমূর্ত্তি দেখে আকবর শাহ পর্যন্ত সেদিন মুগ্ধ হয়েছিলেন । যুদ্ধক্ষেত্রেই শত্রুর বাণে রাণী দেহত্যাগ করেন ।

Post a Comment

নবীনতর পূর্বতন