অভিমন্যু পত্নী উত্তরা
সতী উত্তরা
বিরাটরাজ দুহিতা উত্তরা ছিলেন অৰ্জ্জুন পুত্র অভিমন্যুর পত্নী। কুরুক্ষেত্রের যুদ্ধে সপ্তরথী কর্তৃক অভিমন্যু যখন নিহত হলেন তখন তার গর্ভে রাজা পরীক্ষিৎ ছিলেন। একারণে স্বামীর সাথে সহমরণে যেতে পারে নি। রাজা পরীক্ষিতের জন্ম হলে তিনি তপশ্চর্য্যায় দেহত্যাগ করেন। উত্তরার বীরত্ব ও সতীত্ব সকলের নিকট অনুকরণীয় হয়ে থাকবে।
Leave a Comment