ট্যানরি শিল্পের নির্গত পানির মানমাত্রা
পরিবেশ অধিদপ্তর কর্তৃক ট্যানারি শিল্পের পানি নির্গমনের মানমাত্রা ।
১ | সালফাইড (মৌল S হিসাবে) | মি.গ্রা/লি. | ১ |
২ | পিএইচ (pH | মি.গ্রা/লি. | 6.0-9.0 |
৩ | বিওডি( 20° সেন্টিগ্রেড) | মি.গ্রা/লি. | ৩০ |
৪ | প্রলম্বিত কঠিন বস্তু (SS) | মি.গ্রা/লি. | ১০০ |
৫ | তৈল ও গ্রীজ | মি.গ্রা/লি. | ১০ |
৬ | সার্বিক ক্রোমিয়াম( মৌল Total Cr হিসাবে) | মি.গ্রা/লি. | ২ |
৭ | প্রতি টন চামড়া প্রক্রিয়াজাতকরণ বর্জ্য পানি নির্গমন | ঘন মি./টন | ৩০ |
৮ | ক্লোরাইড | মি.গ্রা/লি. | ২০০০ |
৯ | ফেনলস | মি.গ্রা/লি. | ১.০ |
১.ট্যানারিতে মেকানিক্যাল ডিসল্টিং এবং সোক লিকার পৃথকীকরণের মাধ্যমে লবণ পুনরুদ্ধার করিতে হবে।
২. ক্রোম ট্যানিং এর ক্ষেত্রে ক্রোম(chrome) পুনরুদ্ধার প্লান্ট স্থাপন করতে হবে।
Leave a Comment