দ্বাদশ ভগবানের মা
অদিতি
অদিতি দক্ষরাজের কন্যা এবং মহর্ষি কশ্যপের পত্নী।অদিতি শব্দের অর্থ "সীমাহিন,অসীম' ইত্যাদি। অদিতির সতীত্ব ও মহিমায় পরিতুষ্ট হয়ে দ্বাদশ দেবতা তার দ্বাদশ পুত্ররূপে জন্মগ্রহণ করেন। পারিজাত পুষ্প নিয়ে ইন্দ্র ও শ্রীকৃষ্ণের যে যুদ্ধ হইয়াছিল অদিতির মধ্যস্থতায় সেই বিবাদ মিটমাট হয়ে যায়।
দ্বাদশ দেবতার নাম
ইন্দ্র (Indra), বরুণ (Varuna), বিষ্ণু (Vishnu), সাবিত্র (Savitr), ভগ (Bhaga), ধাতা(Dhata), মিত্র(Mitra),অমশা (Amsa), পূষণ (Pushan), আর্যমান (aryaman), ভিভাশবান (Vivasvan), ত্বশ (Tvasta)
Leave a Comment