অহল্যা

প্রাতঃস্মরণীয়া পুণ্যশ্লোকা, নারীপঞ্চকের অন্যতমা ঋষি গৌতমের পত্নী  অহল্যা দেবী। অহল্যাদেবীর জ্যেষ্ঠপুত্র শতানন্দ রাজর্ষি জনকের পুরোহিত ছিলেন। একদিন ঋষি গৌতম অন্যথায় প্রস্থান কালে দেবরাজ ইন্দ্র সেই সুযোগে গৌতমের রূপ ধারণ করে।  অহল্যার ভ্রম সৃষ্টি কীল করে তার সতীত্ব হরণ করে। গৌতম ফিরে এসে  সমস্ত ঘটনা জানার পর অহল্যাকে  অভিশাপ দেয়। তাকে পাষাণময়ী প্রতিমায় পরিণত করেন। অহল্যা নিষ্পাপা ছিলেন। স্বামী ভুল বুঝে তাকে অভিশাপ দেন। বহুদিম পরে শ্রীরামচন্দ্র সেই ভুল বুঝতে পেরে পাষাণস্তূপ স্বীয় পাদস্পর্শদ্বার প্রাণময়ী করিয়া তুলেন। পাপমোচনের পর অহল্যা জগতে প্রাতঃস্মরণীয় হিসেবে  সৰ্ব্বত্র পূজিতা হন ।

Previous Post Next Post