হুজুরিমলের পরিচয়

 হুজুরিমল কে?

হুজুরিমল ছিলেন পাঞ্জাবি শিখ, উঁমিচাদের শ্যালক ও জগৎশেঠের প্রতিনিধি। সে সময়ে জগৎশেঠ ও উমিচাদের পর হুজুরিমলের মতো এত ধনী বাংলাদেশে কেউ ছিলেন না। তিনি বড়বাজারে বাস করতেন। তার অধীনে ষোলদল গায়ক ও বাদকও ছিল যারা ‘সৎশ্রী 'আকাল'এর বন্দনা গান করত। ১৭৬৭ সনে উমিচাদের মৃত্যুর পর হুজুরিমল তাঁর সম্পত্তির তত্ত্বাবধায়ক নিযুক্ত হয়েছিলেন।১৭৬৪ সনে বক্সারের যুদ্ধের সময় তিনি কোম্পানিকে সাহায্য করেন।  কোম্পানি খুশি হয়।পুরুষ্কার দিতে চাইলে হুজরিমিল কালীঘাটের মধ্যে ১২ বিঘা জমি চান। ভেরেলেস্ট সাহেব কালীঘাটের সেবায়েতদের কাছ থেকে ১২ বিঘে দেবোত্তর জমি নিয়ে তাঁদের তার বদলে সাহানগরে ১২ বিঘে নিষ্কর জমি দেন। 

হুজুরিমল বৌবাজার-বৈঠকখানা অঞ্চলে ৫৫ বিঘা জমির উপর একটি প্রকাণ্ড পুকুর তৈরি করেন । নাম রাখেন পদ্মপুকুর। এই পুকুরের দক্ষিণ-পূর্বে আগে একটি থানা ছিল, নাম ছিল পদ্মপুকুর থানা ।পদ্মপুকুর থানার পাশে ছিল পুরনো বৈঠকখানা বাজার। কলকাতার গঙ্গাঘাটে হুজরিমল নামে একটি ঘাট আছে।

হুজুরিমলের পরিচয়



Post a Comment

0 Comments