জোসেফ ব্যারেটো
জোসেফ ব্যারেটো ছিলেন এক প্রাচীন সম্ভ্রান্ত পর্তুগিজ বংশের সন্তান । ব্যারোটের এক পূর্বপুরুষ ১৫৫৮ খ্রীস্টাব্দে গোয়ার পর্তুগিজ ভারতের শাসনকর্তা (ভাইসরয়) ছিলেন। জোসেফ ব্যারেটো গোয়া থেকে কলকাতায় আসেন ও মহাজনী ব্যবসা শুরু করেন।কলকাতার ২৫নং ম্যাঙ্গো লেনে তাঁর ব্যাংক ছিল। এই ব্যাংকে সোনা, জহরৎ ইত্যাদি মূল্যবান সামগ্রী গচ্ছিত রাখার জন্য মাটির তলায় কুঠুরি (ভল্ট) ছিল। এরকম কুঠুরি তখন নাকি কলকাতার অন্য কোনো ব্যাংকেই ছিল না ।১৭৯৭ সালে মুর্গিহাটার রোমান ক্যাথলিক গির্জা যাকে লোকে পোর্তুগিজ গির্জা বলে সেই গির্জা জোসেফ ব্যারেটোর টাকাতেই তৈরি হয়েছিল শিয়ালদাহ স্টেশনের পাশেই যে রোমান ক্যাথলিক গোরস্থান আছে তা জোসেফ ব্যারেটোর দান। তিনি ১৭৮৫ খ্রীস্টাব্দে এই জমি ৮ হাজার টাকায় কিনে ৮-২-১৭৮৬ তারিখে কলকাতার রোমান ক্যাথলিক অধিবাসীদের দান করেন।ম্যাঙ্গোলেনের ক্রস স্ট্রিটের পূর্বনাম ছিল ব্যারেটো লেন।কলকাতার একটি ঘাটেন নাম ব্যারেটো ঘাট।
0 Comments