বাংলা সাহিত্যের কমন প্রশ্ন


হেমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত  মহাকাব্যের নাম বৃত্তসংহার।

লালন ফকির নাটকের নাট্যকার কল্যাণ মিত্র।

 সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ।

 অশ্রমালা কাব্যগ্রন্থের রচয়িতা কায়কোবাদ। 

অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

অপরাজিত গ্রন্থটির  লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

আত্মঘাতী বাঙালি এর রচয়িতা কে- নীরদচন্দ্র চৌধুরী

 অনল প্রবাহ ও  রায়নন্দিনী কাব্যগ্রন্থটির রচয়িতা কে? ইসমাইল হোসেন সিরাজী  । 

আব্দুল্লাহ উপন্যাসটি কে রচনা করেন? -কাজী এমদাদুল হক 

আবার আসিব ফিরে কবিতাটির রচয়িতা কে?জীবনানন্দ দাশ 

আমার পূর্ব বাংলা কবিতাটির রচয়িতা কে? 

সৈয়দ আলী আহসান


আনন্দমঠ ও দেবী চৌধুরানী গ্রন্থটি রচয়িতা কে? -বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

আমি বিজয় দেখেছি গ্রন্থটির রচয়িতা ক?  এম আর আক্তার মুকুল

আমি সৈনিক রচনাটি নজরুলের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?-দুর্দিনের যাত্রী 

আগুন নিয়ে খেলা গ্রন্থটির রচয়িতা কে?

 অন্নদাশঙ্কর রায় 

আমলার মামলা গ্রন্থটির রচিতা  শওকত ওসমান আলাওয়াল এর শ্রেষ্ঠ কীর্তি কি? পদ্মাবতী

 আব্দুল কাদের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? দিলরুবা 

আলো ও ছায়া কাব্যগ্রন্থের রচয়িতা কে? কামিনী রায় 

আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? রাতে শেষ

 আহসান হাবিবের বিখ্যাত উপন্যাস কোনটি?

 অরণ্য নীলিমা 

নোলক কবিতাটি কার লেখা? আল মাহমুদের 

নোলক কবিতা আল মাহমুদের কোন গ্রন্থটির অন্তর্ভুক্ত লোক লোকান্তর 

আকাঙ্খিত অসুন্দর কাব্যগ্রন্থের রচয়িতা কে? ফজল শাহাবুদ্দিন 

ইস্তাম্বুল যাত্রীর পত্র রচয়িতা কে? ইব্রাহিম খাঁ 

ঈশ্বরী পাটনী  চরিত্রের স্রষ্টা কে? -ভারতচন্দ্র রায় গুনাকর। 

ওমর ফারুক কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? জিঞ্জির

ওরা কদম আলী নাটকের রচয়িতা কে? মামুনুর রশিদ

ওজারতির দুই বছর গ্রন্থটির রচয়িতার নাম কি? আতাউর রহমান খান । 

কড়ি দিয়ে কিনলাম উপন্যাসটির রচয়িতা কে? বিমল মিত্র 

কড়ি ও কোমল গ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর

 কুলিন কুল সর্বস্ব নাটকের রচয়িতা কে?- রাম নারায়ন তর্করত্ন 

কাফেলা নাটকের রচয়িতা কে? ইব্রাহিম খাঁ 

কামাল পাশা ও আনোয়ার পাশা গ্রন্থ দুটির রচয়িতার নাম কি? ইব্রাহিম খাঁ 

কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত রাখালী।

খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? কাব্য রচনা

 খেলারাম খেলে যারে কার রচন?  সৈয়দ শামসুল হক।

গ্রানাডার শেষ বীর গ্রন্থটি রচয়িতা কে? এস ওয়াজেদ আলী । 

শ্রীচৈতন্যদেব জন্মগ্রহণ করেন কোথায় নবদ্বীপে

 চোখের বালি উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।

 ফুট কনফারেন্স গ্রন্থটির রচিতা আবুল মনসুর আহমেদ

 ফারুক আহমেদের সর্বশেষ্ঠ গ্রন্থ সাত সাগরের মাঝি। 

বীর বলের হালখাতার লেখক প্রমথ চৌধুরী

 বনলতা সেন কবিতাটির লেখক জীবনানন্দ দাশ

 চাচা কাহিনী গ্রন্থটির লেখক সৈয়দ মুজতবস  আলী।

 চন্ডীমঙ্গল কাব্যের কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। 

নৈবেদ্য গ্রন্থটির রচয়িতা কে?

রবীন্দ্রনাথ ঠাকুর। 

নকশি কাঁথার মাঠ কাব্যটির ইংরেজি অনুবাদক কে? 

ই.এম মিলফোর্ড।

নারীর মূল্য প্রবন্ধের রচয়িতা কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নৌকাডুবি উপন্যাসের রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর।  নির্জন স্বাক্ষর গ্রন্থটি রচনা বুদ্ধদেব বসু। 

নুরনামা কাব্যগ্রন্থটির রচয়িতা আব্দুল হাকিম পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়। 

দুই বোন উপন্যাসটির লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর 

দত্তা উপন্যাসটির লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রসন্ন প্রহর গ্রন্থটির লেখক সিকান্দার আবু জাফর

 প্রেমের সমাধি রচয়িতা মোঃ নজিবুর রহমান

 পদ্মা মেঘনা যমুনা উপন্যাসের লেখক আবু জাফর শামসুদ্দিন। 

পদ্মরাগ গ্রন্থটির লেখক বেগম রোকেয়া 

পারস্য প্রতিভা গ্রন্থটির লেখক মোঃ বরকতউল্লাহ

 পথে প্রবাসে গ্রন্থটি লেখক অন্নদাশঙ্কর রায় 

পলাশীর যুদ্ধ গ্রন্থের লেখক নবীনচন্দ্র সেন। 

প্রভাবতী সম্ভাষণ এর রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটির লেখক শ্রীমতি ক্যাথেরিনা 

বেদের মেয়ে নাটকটির রচয়িতা জসীমউদ্দীন

 বরফগলা নদী উপন্যাসের লেখক জহির রায়হান

বঙ্গ সুন্দরী কাব্যের রচয়িতা বিহারীলাল চক্রবর্তী

 বং থেকে বাংলা উপন্যাসের লেখক ফজলুর রহমান। 

বেদান্ত গ্রন্থটির রচিতা রাজা রামমোহন রায়। 

বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কুলিন কুল সর্বস্ব।

বত্রিস সিংহাসন গ্রন্থটির রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বেদান্ত চন্দ্রিকা ও প্রবোধ চন্দ্রিকা রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 

বিশ শতকের মেয়ে গ্রন্থটি লিখেছেন নিলিমা ইব্রাহিম।

 বন্দির বাঁশি কাব্যগ্রন্থের রচয়িতা বেনজির আহমেদ। 


বাঙালির ইতিহাস গ্রন্থটির লেখক নীহাররঞ্জন রায় ভদ্রার্জুন লেখক তারা চরণ সিকদার।

 ভবিষ্যতের বাঙালি গ্রন্থের লেখক এস ওয়াজেদ আলী।

মনীষা মঞ্জুষা গ্রন্থটির লেখক ডঃ মুহাম্মদ এনামুল হক মনসামঙ্গলের আদি রচয়িতা কানা হরিদত্ত।

মধুমালতী কাব্যগ্রন্থটির লেখক মুহাম্মদ কবির।মৃত্যুক্ষুধা উপন্যাসটির লেখক কাজী নজরুল ইসলাম । 

মামলার ফল গল্পটির লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জীবন ঘষে আগুন গল্প গ্রন্থটির রচয়িতা হাসান আজিজুল হক

 মাটির পৃথিবী লিখেছেন আবুল ফজল

 মানচিত্র গ্রন্থের লেখক আলাউদ্দিন আল আজাদ। মানচিত্র নাটকটির লেখক আনিস চৌধুরী।

ময়নামতি চর কাব্যগ্রন্থটির লেখক বন্দে আলী মিয়া 

রক্ত করবী গ্রন্থটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর

 রাজর্ষি উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস প্রকাশিত ১৮৮৩ সালে।

 রিক্তের বেদন লিখেছেন কাজী নজরুল ইসলাম 

 রৌদ্র করোটিতে গ্রন্থটির রচয়িতা শামসুর রহমান

 সন্ধ্যা কাব্যগ্রন্থটির রচয়িতা শাহাদাত হোসেন। 

শকুন্তলা গ্রন্থটির লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 

রবীন্দ্রনাথের রচিত প্রথম সার্থক ছোটগল্প দেনা পাওনা চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথের নৃত্যনাট্য। 

রবীনাথ ঠাকুরের প্রথম কাব্যের নাম বনফুল বনফুল কাব্য প্রথম জ্ঞানাঙ্কুর পত্রিকায় প্রকাশিত হয়। 

রাশিয়ার চিঠি রবীন্দ্রনাথের ভ্রমণ কাহিনী নদীবক্ষে উপন্যাসের লেখক কাজী আব্দুল ওদুদ 

শর্মিষ্ঠা নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত  

জননী উপন্যাসের রচয়িতা শওকত ওসমান

 মসনদের মোহ নাটকের রচয়িতা শাহাদাত হোসেন সংসপ্তক লিখেছেন শহীদুল্লাহ কায়সার সারেং বউ লিখেছেন শহিদুল্লাহ কায়সার। 

সধবার একাদশীর লেখক দীনবন্ধু মিত্র। 

সুলতানার স্বপ্ন গ্রন্থটির লেখক বেগম রোকেয়া সারদামঙ্গল কাব্যটির রচয়িতা বিহারীলাল চক্রবর্তী সঞ্চয়িতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। 

সঞ্চয়ন গ্রন্থটির লেখক কাজী মোতার হোসেন। 

সাঁঝের মায়া কাব্যগ্রন্থটির রচয়িতা সুফিয়া কামাল আগুন পাখি উপন্যাসের রচয়িতা হাসান  আজিজুল হক সভ্যতার সংকট গ্রন্থটির রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর। সূর্যদীঘল বাড়ি উপন্যাসের লেখক আবু ইসহাক।

ছাড়পত্র লিখেছেন সুকান্ত ভট্টাচার্য

 স্বাধীনতা তুমি লেখক শামসুর রহমান। 

শাজাহান নাটকের প্রথম রচয়িতা ক্ষীরদপ্রসাদ বিদ্যাবিনোদ। 

হিতপদেশ গ্রন্থটির রচিতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

 হাজার বছরের বাঙালি সংস্কৃতি লিখেছেন গোলাম  মুর্শিদ। 

সন্ধ্যা কাব্যগ্রন্থটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। 

রবীন্দ্রনাথ রচিত রোমান্টিক কাব্য ধর্মীয় উপন্যাস শেষের কবিতা। 

সনেট সংকলন কাব্যগ্রন্থটির রচয়িতা সুফি মোতাহের হোসেন

 সংস্কৃতির ভাঙা সেতু লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। 

সংস্কৃতির কথা গ্রন্থটির লেখক মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতির চড়াই উৎরায় গ্রন্থটির লেখক শওকত ওসমান। 

সীমান্তের চিঠির  লেখাক ইব্রাহিম খলিল 

সাবাস বাঙালি গ্রন্থটির লেখক অমৃত লাল বসু 

হুলিয়া কবিতার রচয়িতা নির্মলেন্দু গুণ

 হেমন্ত গোধূলি কাব্যগ্রন্থটির লেখক মোহিত লাল মজুমদার। 

তোতা ইতিহাস গ্রন্থটির রচয়িতা চন্ডীচরণ মুন্সি। 

বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। 

ধূসর পান্ডুলিপি গ্রন্থটির রচয়িতা জীবনানন্দ দাশ 

পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। 

অভিশপ্ত নগরী উপন্যাসে রচয়িতা সত্যেন সেন। 

মাহমুদুল হকের উপন্যাসের লেখক জীবন আমার বন কালো বরফ উপন্যাসের লেখক মাহমুদুল হক 

একুশে ফেব্রুয়ারি সংকলন  সম্পাদক হাসান হাফিজুর রহমান। 

শিউলি মালা গল্পগ্রন্থটির লেখক কাজী নজরুল ইসলা। 

অভাগীর স্বর্গ গল্পের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় । 

বাংলা কাব্য গ্রন্থটির রচয়িতা হুমায়ূন কবির 

পিজরাপোল গল্পের রচয়িতা শওকত ওসমান 

Previous Post Next Post