বাংলা ব্যাকরণ সমার্থক শব্দ
সমার্থক শব্দ
গুরুত্বপূর্ণ কিছু 'সমার্থক শব্দ'
আনন্দ~আহ্লাদ, হর্ষ, পুলক, সুখ।
উচ্ছ্বাস ~উল্লাস, স্ফোরণ, স্থিতি, বিকাশ।
উজ্জ্বল~দীপ্তিমান, আলোকিত, উদ্ভাসিত, শোভামান, প্রজ্জ্বলিত।
অতিশয় ~ অতীব, অতিমাত্রা, অধিক, একান্ত, অত্যন্ত, নিতান্ত, অতিশয়।
আদেশ~আজ্ঞা, হুকুম, অনুমতি, অনুশাসন, উপদেশ, নিয়োগ।
উত্তম~উৎকৃষ্ট, প্রধান, ভদ্র, অগ্রণী, বরেণ্য।
ঝড়~ ঝটিকা, বার্ত্যা প্রবলবায়ু, ঘূর্ণিবায়ু।
অপবাদ~অপযশ, নিন্দা, অখ্যাতি।
ধন~ বিত্ত, অর্থ, সম্পদ, ঐশ্বর্য, বিভব, বৈভব, বিভূতি নিধি, সম্পত্তি।
দিবস~ দিবা, দিনমান, অয়ামিনী, অহনা অন্ন, দিন।
রাজা~নৃপতি, শাসক, নরপতি, ভূপা, নরেন্দ্র, প্রজাপাল।
যুদ্ধ~সংগ্রাম, সমর, আহব, বিগ্রহ, রণ।
বন্ধু~সখা, মিত্র সহ্নি, বান্ধব
শত্রু = অরাতি, অরি, বৈরী অবরু রিপু, প্রতিপক্ষ,
অগ্নি~অনল, আগুণ, শিখা, দহন সর্বভুক, পাবক বহ্নি, হুতাশন।
অন্ধকার~আধার, তিমির, তমসা, তমঃ, আঁধি।
অশ্ব~ ঘোড়া, ঘটক, বাজি, তুরগ, তুরঙ্গম, তুরঙ্গ।
আকাশ~ গগন, অনন্ত, নভ:, আসমান, অন্তরীক্ষ দ্যুলোক, ব্যোম, শূন্যলোক।
উর্মি ~ঢেউ, তরঙ্গ, উদ্বেল, বিপুল, কল্লোল, বিচি।
কেশ~ চুল, কবরী, চিকুর, কুন্তল, অলোক
কিরণ~রশ্মি, জ্যোতি, কর, প্রভা, দীপ্তি, আলোক,বিভা দ্যুতি।
গৃহ~আবাস, আলয়, ঘর, নিকেতন, বাড়ি, ভবন, সদন নিবাস, নিলয়, আগার।
খাঁটি~বিশুদ্ধ ,ভেজালহীন, আসল, সারগর্ভ।
বিটপী~গাছ, তরু, পাদপ, উদ্ভিদ, মহীরুহ।
গা~ শরীর, গাত্র,দেহ, তনু, কায়ী, অবয়ব।
চক্ষু~ চোখ, আঁখি, নয়ন, লোচন, নেত্র, অক্ষি।
চাঁদ~ শশাঙ্ক, শশধর, নিশাকর, সুধাংশু, হিমাংশু সুধাকর, চন্দ্রমা।
জল~ অম্বু, জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি।
সমুদ্র~ অর্ণব, দরিয়া, পাথার, সাগর, সিন্ধু, জলধি জলনিধি, পারাবার, বারিধি।
ঝরনা~ফোয়ারা, নির্ঝর, জলধারা, ঝটিকা।
নর ~ মানব, মানুষ, মনুষ্য, লোকজন, পুরুষ।
সূর্য ~আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, মার্তগু, রবি সবিতা, আফতার, ভানু, প্রভাকর, দিনমণি,দিনপণি।
পদ্ম~পঙ্কজ, সরোজ, কমলা, উৎপল, শতদল, অরবিন্দ।
পর্বত ~অচল, অদ্রি, ভূধর, শৈল, পাহাড় গিরি, শৃঙ্গ, শিথরী, মহীন্দ্র, নগ।
পাখি~পক্ষী, বিহগ, বিহঙ্গ পৃপ।
পৃথিবী~ ধরণী, অবনী, দুনিয়া, জগৎ, ধরা, ক্ষিতি বসুন্ধরা, বসুমতি, ভুবন, ভুলোক।
কোকিল ~ পিক, কলকন্ঠ, বসন্তদূত, পরভৃত।
বসন্ত~ ঋতুরাজ, মধুমাস, মধুকাল, ঋতুপতি, হিমান্ত।
সাপ~ তুজঙ্গ, অহী, আশীবিষ, ফণী, সর্প, অহি, ভুজগ উরগ, নাগ।
বন~অরণ্য, কানন, কুঞ্জ, অটবি, জঙ্গল, গহন
বাতাস~ বায়ু, পবন, অনিল, হাওয়া , সমীরণ, সমীর।
বিদ্যুৎ~ বিজলি, তড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চাপলা, শম্পা।
মেঘ~ বারিদ, জলদ,জলধর নীরদ, অম্বুদ।
রাত্রি = নিশি, নিশা, রাত, রজনী, যামিনী, শর্বরী, নিশীথিনী।
ললাট~ কপাল, ভাগ্য, অদিষ্ট, ভাগ্যলিপি, তিলক।
সিংহ~ কেশরী, মৃগরাজ, পশুরাজ,মৃগেন্দ্র, সিঙ্গি।
Leave a Comment