বোটানিক্যাল নমেনক্লেচার

গাছের নামকরণ 

উদ্ভিদ শ্রেণীবিন্যাস বা দ্বিপদ  নামকরণ অনুসারে উদ্ভিদের নামকরণকে বোটানিক্যাল নোমেনক্লেচার বলে। উদ্ভিদের নামকরণ করে আইসিবিএন (ICBN) বা International commission of botanical nomenclature. সুনির্দিষ্ট কিছু পদ্ধতির মাধ্যমে গাছের বৈজ্ঞানিক নাম তৈরি করা হয়।সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণিবিন্যাস বা বিপদ নামকরণের জনক বলা হয়। নামকরণ করা হয় ল্যাটিন ভাষায় এবং ছাপা হয় ইটালিক অক্ষরে।উদ্ভিদের শ্রেণীবিন্যাসে ধাপ  হলো সাতটি। যেমন জগৎ, পর্ব, শ্রেণীবর্গ, গোত্র, গণ, এবং প্রজাতি। 

Blogger দ্বারা পরিচালিত.