উদ্ভিদের প্রকার ও শ্রেণীবিভাগ
উদ্ভিদ প্রধানত কয় প্রকার ও কি কি
থিয়োফ্রাস্টাস উদ্ভিদ জগৎকে গুল্ম, উপগুল্ম, বিরুৎ বৃক্ষ এ ৪ ভাগে ভাগ করেছেন।
গুল্ম কাকে বলে?
অধিক শাখা প্রশাখা বিশিষ্ট কাণ্ড বা গুুঁড়িবিহীন ঝোপ জাতীয় গাছকে গুল্ম বলে। লেবু, জবা,হাসনাহেনা
উপগুল্ম কাকে বলে?
গুল্মের চেয়ে ছোট আকারের কাষ্ঠল উদ্ভিদকে উপগুল্ম বলে। যেমন, কল্কাসুন্দা
বীরুৎ কাকে বলে?
নরম কান্ড বিশিষ্ট ছোট ছোট উদ্ভিদসমূহকে বিরুৎ কাকে বলে। যেমন সরিষা গাছ, ধান গাছ, গম গাছ, পাট, হলুদ গাছ, আলু, বাদাম গাছ।
বৃক্ষ কাকে বলে?
গুঁড়িবিশিষ্ট কাষ্ঠল গাছকে বৃক্ষ বলে। যেমন, আম, সেগুন, কাঠাল ইত্যাদি।
Leave a Comment