বিসিক প্রমোশন অফিসার নিয়োগ প্রশ্ন সমাধান ২০২৩
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নিয়োগ প্রশ্ন সমাধান ২০২৩
১.যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাকে কী বলা হয়?
উত্তর: আইসোটন
২. পৃথিবী কোন গ্যালাক্সির অন্তর্ভুক্ত
উত্তর: আকাশগঙ্গা
৩. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোনটি?
উত্তর: শ্বেত রক্তকণিকা।
৪.পানিতে কোনটি কলয়েড তৈরি করে?
উত্তর: সাবান
৫. সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে কী বলে?
উত্তর: বেগ বলে
৬. ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত?
উত্তর: পেপটিডোগ্লাইকেন
৭. ফল পাকানোর জন্য দায়ী কোনটি?
উত্তর: ইথিলিন
হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয়
উত্তরঃ ডায়াস্টোল
৯. পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতির হয়
উত্তর: পৃষ্ঠটান
১০. কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়?
উত্তর: বিষুবরেখা
১১. বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি কয়টি?
উত্তর: ৭ টি
১২. আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি
উত্তর: কলম- হাকিম দখল
১৩. বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
উত্তর: বন+ধন্
১৪.‘Township' এর বাংলা পরিভাষা কী?
উত্তর: উপশহর
১৫. কোনটি যৌগিক শব্দ?
উত্তর: কর্তব্য
১৬. সকর্মক ক্রিয়া কোনটি?
উত্তর: ছেলেটা কথা শোনে
১৭. পঞ্চমুখ' কথাটির অর্থ
উত্তর: প্রশংসামুখর হওয়া।
১৮. যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে কোন কারক বলে?
উত্তর: অপাদান কারক
১৯. 'নীলদর্পণ' নাটকে 'শ্যামচাঁদ' হলো-
উত্তর: চামড়ার তৈরি চাবুক।
২০.নিচের কোন বাক্য সংকোচনটি ভুল?
ক. হনন করার ইচ্ছা = জিগীষা
২১. 'শ্রমবিমুখ' অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
উত্তর: ননীর পুতুল
২২. 'কি' এবং ‘কী যথাক্রমে
অব্যয় ও সর্বনাম পদ।
২৩.কোন বানানটি অশুদ্ধ?
উত্তর: পুরুষ্কার
২৪.‘সুকঠিন' শব্দে 'সু' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: আতিশয্য
২৫. বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয় কোনটি?
উত্তর: স্বর্গ-নরক
২৭. “শোনো একটি মুজিবরের থেকে”- গানটির গীতিকার কে?
উত্তর: গৌরীপ্রসন্ন মজুমদার
২৮. জাতির জনক শেখ মুজিবুর রহমান 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন কবে?
উত্তর: ১৯৬৯ সালে ২৩ ফেব্রুয়ারী।
২৯. মুক্তিযুদ্ধে 'বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত ডা. সেতারা বেগমের পদবি কি ছিল?
উত্তর: ক্যাপ্টেন
৩০. বঙ্গবন্ধু প্রথম কত সালে কারাবরণ করেন?
উত্তর: ১৯৩৮ সালে।
৩১.উৎপাদন খাতে নিয়োজিত মাঝারি শিল্পের সর্বনিম্ন স্থায়ী সম্পদের মূল্য কত হতে হয়?
উত্তর: ১৫ কোটি
৩২. কোনটি পরিবেশবান্ধব শিল্প ব্যবস্থপনায় ব্যবহৃত "SR strategy' এর অংশ নয়?
উত্তর: Rework
৩৩. কোনটি নিয়ন্ত্রিত শিল্প?
উত্তর: পারমাণবিক শক্তি।
৩৪.কোনটি পরিবেশ অধিদপ্তর কর্তৃক শিল্পের শ্রেণি বিভাজন নয়?
উত্তর: হলুদ
৩৫.৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে অতি দারিদ্র্যের হার কত শতাংশে নামানো হবে?
উত্তর: ৭.৪%
৩৬. কাজী নজরুল ইসলাম রচিত 'অগ্নি-বীণা' কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কী?
উত্তর: প্রলয়োল্লাস
৩৭.দেশে চালু হওয়া প্রথম জাতীয় ইন্টারনেট ব্রাউজার কোনটি?
উত্তর: তর্জনী
৩৮ পদ্মা সেতু হয়ে প্রথম রেল অতিক্রমের তারিখ নিচের কোনটি?
উত্তর: ৪ এপ্রিল ২০২৩
৪০. 'আমি বিজয় দেখেছি' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: এম আখতার মুকুল
৪১. ফাইটোস্যানিটারি সার্টিফিকেট কোন কাজে ব্যবহৃত হয়?
উত্তর: আমদানি-রপ্তানি
৪২. Special Drawing Right (SDR) এ কোন মুদ্রা
ব্যবহৃত হয় না?
উত্তর: ফ্রেঞ্চ ফ্রাঁ
৪৩.গ্রীষ্মকালীন অলিম্পিক-২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: প্যারিস, ফ্রান্স
৪৪. COP-28 জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ কোনটি?
উত্তর: আরব আমিরাত
৪৫. ভূমধ্যসাগরের বাতিঘর' বলা হয় কোন আগ্নেয়গিরিকে ?
উত্তর: স্ট্রোম্বলি
৪৬. কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে?
উত্তর: ভার্সাই চুক্তি
৪৭. নিম্নের কোন গ্রন্থটির রচয়িতা Niccolo Machiavelli ?
উত্তর: The prince
৪৮. GPT-4 সফটওয়্যারটি আনুষ্ঠানিকভাবে করে উন্মুক্ত করা হয়?
উত্তর: ১৩ মার্চ ২০২৩
৪৯. 'দি মেট্রোপলিটন মিউজিয়াম অপ আর্ট' কোথায়?
উত্তর: নিউইয়র্ক
৫০.২০২৩ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে কোন বার্তা সংস্থা?
এসোসিয়েটেড প্রেস (এপি)
৫২. I submitted my graduation.... last month.
উত্তর: Dissertation.
Archeology is related to- the study of human
History.
48.Identify the correct positive form of the
sentence
Ans: No food is as nutritious as milk
Identify the meaning of the Idiom
If I were rich, I.... around the world.
Ans: would Travel
9. Choose the correct sentence.
Ans: No sooner had he graduated than he got a job.
Leave a Comment