প্রাণী বৈচিত্র্য কাকে বলে?

প্রাণীদের মধ্যে জিনগত প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত ভিন্নতাকে প্রাণীর বৈচিত্র বলে। প্রাণী বৈচিত্র প্রধানত তিন প্রকার। যেমন জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র। প্রাণিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। 

প্রাণিজগতের পর্ব 

প্রাণী জগৎকে দশটি পর্বে বিভক্ত করা হয়েছে। 

 প্রোটোজোয়া (Protozoa)= অ্যামিবা, ম্যালেরিয়া,  জীবাণু, আমাশয়, জীবাণু ইত্যাদি 

পরিফেরা (Porifera) = স্পঞ্জিলা, কাইফা ইত্যাদি 

সিনিডারিয়া (Cnidaria) = হাইড্রো,  জেলিফিস ইত্যাদি 

প্লেহেলমিন্থাস (Playhelminthes) = যকৃত কৃমি,  ফিতা কৃমি ইত্যাদি 

নেমাথেলমিন্থেস (Nemathelminthes)= কেঁচো কৃমি, ফাইলেরিয়া কৃমি ইত্যাদি 

অ্যানিলিডা (Anneilda) = কেঁচো, জোঁক ইত্যাদি 

অর্থ্রোপোডা (Arthropoda) = আরশোলা,  চিংড়ি মাছ, মাছি, অর্থ্রোপোডা সবচেয়ে বড় পর্ব ইত্যাদি। 

ইকিনোডার্মাটা (Echinodermata) = সমুদ্র তারা, সমুদ্র শশা ইত্যাদি 

Chordata = মানুষ, কুনোব্যাঙ, টিকটিকি, মাছ, পাখি ইত্যাদি 


Previous Post Next Post