প্লান্ট নিউট্রেশন 

উদ্ভিদের পুষ্টি  উপাদান প্রধানত দুই ধরনের হয়ে থাকে। মুখ্য পুষ্টি উপাদান ও গৌণ পুষ্টি উপাদান। 

মুখ্য পুষ্টি উপাদান মোট ৯টি যেমন, ম্যাগনেসিয়াম,  ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। 

গৌণ পুষ্টি উপাদান সাতটি। যেমন, জিংক, ম্যাঙ্গানিজ,  আয়রন,  মলিবডেনাম, বোরন, কপার, ক্লোরিন। 

Previous Post Next Post