লেদার ব্যাগ বা জুতা থেকে কিভাবে দাগ তুলবেন? 

সব ডিটারজেন্ট বা সাবানে সব ধরনের দাগ উঠে না।আবার কিসে দাগ লেগেছে সেটাও বিবেচ্য।কাপড়ের দাগ আলাদা লেদার ব্যাগের দাগ আলাদাভাবে বিক্রিয়া করে।বাজারে ওয়াশিং সলিউশন পাওয়া যায়।তবে সব সময় তা কেনা সম্ভব হয় না। ।লেদার ব্যাগ, চামড়ার ব্যাগ বা ভেনিটি ব্যাগ বা পার্স থেকে দাগ তোলার উপায় ও দাগ তোলার সহজ পদ্ধতি তুলে ধরা হলো। 


পদ্ধতি-১

পাঁচ ভাগের চারভাগ গরম পানি ও এক ভাগ ডিশ ওয়াশিং সাবান গুলিয়ে আলতোভাবে নরম কাপড় দিয়ে ঘষা দিতে হবে।


পদ্ধতি-২

হাফ কাপ অলিভ ওয়েল ও এক চা চামচ ভিনেগার মিশে দাগে লাগাতে হবে।পাঁচ মিনিট পর আলতো ঘষে ধুয়ে ফলতে হবে।

পদ্ধতি-৩

দাগের উপর বেকিং সোডা লাগিয়ে কয়েক ঘন্টা রেখে দিন।তারপর পরিস্কার করে ফেলুন।

লেদার ব্যাগ বা চাপড়ার জুতা থেকে দাগ তোলার উপায়



Previous Post Next Post