পৃথিবীর প্রথম নির্বাচন
গনতন্ত্রিক ধারায় পৃথিবীর প্রথম নির্বাচন
খ্রীস্টপূর্ব ৫০৮ সালে অর্থাৎ আজ হতে ২৫৩০ বছর পূর্বে গ্রীকে প্রথম ব্যালটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করার রীতি চালু হয়। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর নাম একটি পাথর টুকরোতে লিখতো।যাকে গ্রীক ভাষায় Ostraka বলে।
সেসময় সবাই নির্বাচনের প্রার্থী হতে পারতেন না।আবার সবার ভোট দেয়ার অধিকার ছিল না। শুধুমাত্র যেসকল নর বা পুরুষ জমির মালিক তারা ভোট দিতে পারত।ফলে ভোটার সংখ্যা ছিল খুবই কম।নারীরা ভোট দিতে পারতো না
Leave a Comment