রাজিয়া সুলতানা রাজত্বকাল কত?





(A) ১২৩৬-১২৪০ সাল পর্যন্ত
ব্যাখ্যাঃ রাজিয়া সুলতানা ছিলেন দিল্লির শাসক ইলতুৎমিশের কন্যা। ভারতীয় উপমহাদেশের প্রথম শাসক ছিলেন রাজিয়া সুলতানা । দিল্লির সিংহাসন আহরণের মাধ্যমে তিনি এই খ্যাতি অর্জন করে। অত্যন্ত বিচক্ষণ ও গুণবতী ছিলেন রাজিয়া সুলতানা।

Previous Post Next Post