ভারতে ফারসি ভাষার প্রচলনকারী কে?





(A) হোসেন শাহ
ব্যাখ্যাঃ আলাউদ্দিন হোসেন শাহ বৃহত্তম বাংলা শাসন করেন ১৯৪৩ থেকে ১৫১৯ সাল পর্যন্ত। বলা হয় সুলতান আলাউদ্দিন হোসেন শাহ হলেন বাংলার সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মালাধর বসুকে সুলতান গুনরাজ খান উপাধি দান করেন। হিন্দু প্রজাগণ হোসেন শাহকে নৃপতি তিলক ও জগত ভূষণ উপাধিতে ভূষিত করেন। ১৫২৯ সালে সম্রাট বাবর নুসরাত সাহাকে পরাজিত করেন তার সময়ে কবি শ্রীধর বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন। হোসেন সাহেব শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়। ১৫৩৮ সালে শের খান গৌড় দখল করলে বাংলার ২০০ বছরের স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে। হোসেন শাহী আমলে বাংলা গজল ও সুফিয়া সাহিত্য সৃষ্টি হয়।

Previous Post Next Post