বিভিন্ন জাতি ও সভ্যতার আবিষ্কার
প্রাচীন জাতি ও সভ্যতার আবিষ্কার
সুমেরীয় সভ্যতার আবিষ্কার
বর্ণমালা উদ্ভাবন, চাকা আবিষ্কার পাটিগণিতের গুণ পদ্ধতি আবিষ্কার করে সুমরীয় সভ্যতার লোকেরা।
ব্যাবিলনীয় সভ্যতার আবিষ্কার
চাঁদ পর্যবেক্ষণ পঞ্জিকা আবিষ্কার লিখিত আইন ইত্যাদি।
অ্যাশেরিয় সভ্যতার আবিষ্কার
পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে প্রথম ভাগ করা, বৃত্তকে প্রথম ৩৬০ ডিগ্রিতে ভাগ করা,লোহা আবিষ্কার ইত্যাদি।
ক্যালেডীয় সভ্যতার আবিষ্কার
সাত দিনে সপ্তাহের গণনা, প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় ভাগ করার পদ্ধতি ১২ টি নক্ষত্রপুঞ্জের সন্ধান ক্যালেডীয় সভ্যতার অন্যতম আবিষ্কার।
মিশরীয় সভ্যতা আবিষ্কার
৩০ দিনে ১ মাস গণনা, ১২ মাসে ১ বছর গণনা, ৩৬৫ দিনে বছর গণনা, ২৪ টি ব্যাঞ্জনবর্ণ, চিত্রশিল্পের সূচনা, সৌর পঞ্জিকা লিখন পদ্ধতির উদ্ভাবন, কাগজ উদ্ভাবন, ছায়া ঘড়ি ও জল ঘড়ির আবিষ্কার, জ্যামিতি ও পাটিগণিতের প্রচলন।
গ্রীক সভ্যতার আবিষ্কার
পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করা, ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ , বিজ্ঞান চর্চার সূচনা, সূর্যগ্রহণ ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয়,
সিন্ধু সভ্যতার আবিষ্কার
পরিমাপ পদ্ধতির উদ্ভাবন, ফুল চাষের সূচনা করেন।
Leave a Comment