প্রত্যয় কাকে বলে? 

প্রত্যয় হল বর্ণ বা বর্ণ সমষ্টি যা প্রকৃতির পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে যেমন চলন্ত এর চল হল প্রকৃতি কিন্তু এর সাথে যুক্ত অনন্ত হলো প্রত্যয়। 

প্রত্যয় এর প্রকারভেদ

প্রত্যয় দুই প্রকার কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়।

কৃৎ প্রত্যয় কাকে বলে? 

ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন, পড়্+আ = পড়া। কৃৎ প্রত্যয় আবার দুই প্রকার বাংলা কৃৎ প্রত্যয় এবং সংস্কৃত কৃৎ প্রত্যয়।  


তদ্ধিৎ প্রত্যয় কাকে বলে? 

নাম প্রকৃতির সাথে যে প্রত্যয়যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন, চালাক+ই।

তদ্ধিৎ প্রত্যয় তিন প্রকার।

বাংলা তদ্ধিৎ প্রত্যয়, সংস্কৃত তদ্ধিৎ প্রত্যয়,বিদেশি তদ্ধিৎ প্রত্যয়।

কৃৎপ্রত্যয়ের উদাহরণ 

নী+আক = নায়ক,  পচ্+অক = পাচক, মুহ+ক্ত = মুগ্ধ, পা+অনীয়= পানীয়, ধার+অ =ধার ,  লিখ+অন= লিখন, চির+উনি= চিরুনি, কাঁদ্+উনি= কাঁদুনি, রাঁধ+না= রান্না, খেল+অনা = খেলনা, পাও+না = পাওনা, চট+অক = চটক,  জীব+অন্ত = জীবন্ত, হাস্+আ= হাসা,  বাঁধ+আা = বাঁধা,  ছাঁক+আ= ছাঁকা,  মুড়+অক= মোড়ক,  বৈঠ+অক= বৈঠক, বাড়+তি= বাড়তি,  গা+ইয়ে= গাইয়ে, বন+ময় = বনময়,  ঢাকা+আই = ঢাকাই,  চাল+উ=চালু


তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ 

জল+আ= জলা, বাঘ+আ= বাঘা, জঙ্গল+আ = জঙ্গলা,  পাগল+আ= পাগলা,  বামন+আই= বামনাই,  চোর+আই= চোরাই, যোগ+আন= যোগান, জমা+আনো= জমানো, ডাক্তার+ই= ডাক্তারি,  ছেলে+আমি= ছেলেমি,  ঘর+আমি= ঘরামি, দিশ+আরি= দিশারী,  বোমা+আরু= বোমারু,  চালাক+ই=চালাকি,  পড়+উয়া= পড়ুয়া, ঘাম+আচি= ঘামাচি, এক+টি= একটি, তামা+টে=তামাটে,  বাঁশ+রী=বাঁশরী,  পান+তা = পানতা, দাসী+পনা= দাসীপনা, রাত+ভর= রাতভর


Post a Comment

নবীনতর পূর্বতন