বিভিন্ন প্রজন্মে নেটওয়ার্ক 

কোন দেশ প্রথম কোন নেটওয়ার্ক চালু করে? কোন প্রজন্মের নেটওয়ার্ক প্রথম কোন দেশে চালু হয়। বাংলাদেশে কবে নেটওয়ার্ক আসে ও পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক গুলো কবে আসে? বিস্তারিত নিম্নে তুলে ধরা হলো 


কবে থেকে  ওয়ান জি (1 G) নেটওয়ার্ক চালু হয়? 

উত্তর: ডিসেম্বর ১৯৭৯ সালে জাপানে। 

বাংলাদেশে প্রথম ওয়ান জি বা ফার্স্ট জেনারেশন নেটওয়ার্ক চালু হয় ১৯৯৩ সালে। 

কবে প্রথম  2G নেটওয়ার্ক চালু হয়? 

উত্তর: ১৯৯১ সালের জুলাই মাসে ফিনল্যান্ডে প্রথম  সেকেন্ড জেনারেশন নেটওয়ার্ক বা ২জি চালু হয়।  বাংলাদেশের প্রথম ২জি চালু হয় ১৯৯৭ সালে। টুজি হলো দ্বিতীয় প্রজন্মের সংক্ষিপ্ত রূপ। এটি দ্বিতীয় প্রজন্ম তারবিহীন টেলিফোন প্রযুক্তি টুজি প্রযুক্তি ফিনল্যান্ডের সেলুলার টেলিকম নেটওয়ার্ক প্রথম প্রযুক্তি চালু করে এটি বাজারে যাত্রা করে ১৯৯১  সালে। টুজির সুবিধা ছিল খুঁজে বার্তা বা এসএমএস পিকচার এবং মাল্টিমিডিয়া মেসেজ বা এমএমএস।

কবে প্রথম থ্রিজি চালু হয়? 

উত্তর: ২০০১ সালের অক্টোবর মাসে জাপানে ৩-জি নেটওয়ার্ক প্রথম চালু হয়। আর বাংলাদেশে থ্রিজি নেটওয়ার্ক প্রথম চালু হয় ১৪ অক্টোবর ২০১২। মোবাইল ভিডিও কল, মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট, ট্রান্সপোর্টার নেটওয়ার্কসহ অন্যান্য সুবিধা নিয়ে থ্রিজি নেটওয়ার্ক চালু হয়। বাংলাদেশে প্রথম 3g নেটওয়ার্ক চালু করে টেলিটক কোম্পানি। 

প্রথম কবে ফোরজি নেটওয়ার্ক চালু হয়? 

উত্তর: ২০০৬ সালের এপ্রিল মাসে দক্ষিণ কোরিয়াতে প্রথম ফোরজি নেটওয়ার্ক চালু হয়। আর ১৯ ফেব্রুয়ারি ২০১২ সালে বাংলাদেশে প্রথম ফোরজি নেটওয়ার্ক চালু হয়। 

বিশ্বে কবে প্রথম 5G চালু হয়? 

১ অক্টোবর ২০১৮ সালে দক্ষিণ কোরিয়া প্রথম ফাইভ জি চালু করে। ১২ ডিসেম্বর ২০২১ সালে বাংলাদেশ টেলিটক প্রথম  ফাইভ-জি নেটওয়ার্ক পরীক্ষামূলকভাবে চালু করে। 

কে প্রথম ৬জি নেটওয়ার্ক চালু করে? 

চায়না প্রথম সিক্স জি স্যাটেলাইট নেটওয়ার্ক চালু করে 


Previous Post Next Post